দেড় বছর পর ভারতীয় দলে সুযোগ, প্রচুর ফোন এবং বার্তা পেতেই কাজ করছিল না ফোন, জানালেন পৃথ্বী

ভারতীয় ক্রিকেট বোর্ড একটি ভিডিও পোস্ট করে সেখানে পৃথ্বী শা বলেন," অনেক দিন জাতীয় দলের অংশ ছিলাম না। ফিরতে পেরে খুবই ভাল লাগছে। দল নির্বাচন হয়েছিল বেশ রাতে।

প্রায় দেড় বছর ভারতীয় দলে সুযোগ পেয়েছেন পৃথ্বী শা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম‍্যাচের টি-২০ সিরিজে দলে সুযোগ পেয়েছেন শা। প্রথম ম‍্যাচে প্রথম একাদশে সুযোগ হয়নি তাঁর। তবে তার আগে জানিয়েছেন ভারতীয় দলে সুযোগ পাওয়ার মুহূর্তে ফোন কাজ করছিল না।

ভারতীয় ক্রিকেট বোর্ড একটি ভিডিও পোস্ট করে সেখানে পৃথ্বী শা বলেন,” অনেক দিন জাতীয় দলের অংশ ছিলাম না। ফিরতে পেরে খুবই ভাল লাগছে। দল নির্বাচন হয়েছিল বেশ রাতে। রাত সাড়ে ১০টার দিকে। হঠাৎ করে প্রচুর ফোন এবং বার্তা পেতে শুরু করি। এতটাই যে ফোন বিকল হয়ে যায়। কিছুক্ষণের জন্যে ভয় পেয়ে গিয়েছিলাম। পরে দেখি, ভারতীয় দলে আবার আমাকে নেওয়া হয়েছে।”

এখানেই না থেমে পৃথ্বী আরও বলেন,”আমার ফোন সাইলেন্ট ছিল। আমি দেখলাম অনেক ফোন আর বার্তা এসেছে। টিম ইন্ডিয়াতে নির্বাচনের পর আমার বাবা এবং অন্য সকলেই খুব খুশি ছিলেন। অনেকদিন পর টিম ইন্ডিয়াতে সিলেক্ট হলাম। এ জন্য আমি কঠোর পরিশ্রম করেছি।”


Previous articleমিড ডে মিল পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে প্রতিনিধিদল
Next articleSSC Recruitment: নবম-দশমে ১৩৮৪২ টি শূন্যপদে শিক্ষক নিয়োগে তৎপরতা রাজ্যের