Friday, November 14, 2025

Tripura: ভোটে লড়ছেন না বিপ্লব দেব, ৪৮ আসনে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

Date:

প্রাক্তন মুখ্যমন্ত্রী বাদ পড়লেন প্রার্থী তালিকা(Candidate List) থেকে। আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। সেই উপলক্ষ্যে শনিবার ৬০ আসনের মধ্যে ৪৮ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তবে সেই তালিকায় দেখা গেল না ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নাম। তাঁর জায়গায় বনমালীপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে রাজীব ভট্টাচার্যকে। বিজেপির তরফে অবশ্য জানানো হয়েছে, বিপ্লব দেব নিজেই নির্বাচনে দাঁড়াতে চাননি। তবে সূত্রের খবর, দল তাঁর প্রতি এতটাই অসন্তুষ্ট যে এই নির্বাচনে তাঁকে টিকিট না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ত্রিপুরা বিধানসভা উপলক্ষ্যে বিজেপির প্রকাশিত প্রার্থী তালিকায় দেখা গিয়েছে, বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহাকে প্রার্থী করা হয়েছে বরদোয়ালি কেন্দ্র থেকে। পাশাপাশি প্রার্থী হিসেবে রয়েছে সাংসদ প্রতিমা ভৌমিকের নাম। তিনিই এই রাজ্যের একমাত্র কেন্দ্রীয় মন্ত্রী। তাঁকে ধনপুর কেন্দ্র থেকে প্রার্থী করায় প্রশ্ন উঠছে, ত্রিপুরায় কি বিজেপির মহিলা প্রার্থীর অভাব? এছাড়া সিপিএম থেকে টিকিট না পেয়ে শুক্রবারই সিপিএম থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন মোবসার আলি। শনিবার প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা গেল নিজের কেন্দ্র কৈলাশহর থেকে টিকিট দেওয়া হয়েছে মোবসার আলিকে।

বিজেপির পাশাপাশি ১৭ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেসও। সিপিএম এবারের নির্বাচনের ৬০টি আসনের মধ্যে ১৩টি আসন ছেড়েছে হাত শিবিরকে। সুদীপ রায় বর্মন তাঁর নিজের পুরনো কেন্দ্র আগরতলা থেকে প্রার্থী হচ্ছেন। মুখ্যমন্ত্রী মানিক সাহার বিরুদ্ধে টাউন বরদৌলি কেন্দ্র থেকে প্রার্থী হলেন কংগ্রেসের আশিসকুমার সাহা। অন্যদিকে বামফ্রন্টের পক্ষ থেকে আগেই ৪৬টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৪৩টিতে সিপিএম ও তিনটিতে সিপিআই, ফরওয়ার্ড ব্লক ও আরএসপি লড়াই করবে।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version