Friday, November 28, 2025

‘সুপ্রিম রায়’ মানতে বাধ্য! কলেজিয়াম বিতর্কে রিজিজু-ধনখড়কে কটাক্ষ প্রাক্তন বিচারপতির  

Date:

Share post:

দিন যত গড়াচ্ছে কলেজিয়াম (Collegium) বিতর্কের পারদ ততই চড়ছে। বিচারপতি (Justice) নিয়োগ ইস্যুতে কেন্দ্র এবং সুপ্রিম কোর্টের (Supreme Court of India) মধ্যে কার্যত বিবাদের পরিস্থিতি তৈরি হয়েছে। একাধিকবার কলেজিয়াম নিয়ে প্রশ্ন তুলেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) ও কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijihu)। কলেজিয়ামের সুপারিশ মেনে বিচারপতি নিয়োগের যে পদ্ধতি দীর্ঘদিন ধরে চলে আসছে, তাতে আপত্তি জানিয়ে একাধিকবার বয়ান দিয়েছে কেন্দ্র। এবার সেই ইস্যুতেই উপরাষ্ট্রপতিকে নাম না করে কটাক্ষ করলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রোহিংটন ফালি নরিম্যান (Ex Justice Rohington Nariman)। তবে শুধু জগদীপ ধনখড়ই নন, প্রাক্তন সুপ্রিম বিচারপতির কটাক্ষের তালিকা থেকে বাদ যাননি কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুও।

সম্প্রতি এক জনসভায় অংশ নিয়েছিলেন শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি। সেখানেই সাম্প্রতিক বিতর্ক নিয়ে মুখ খোলেন তিনি। সাফ জানিয়ে দেন, শীর্ষ আদালতের রায় তাঁরা মানতে বাধ্য, তা ঠিক বা ভুল যাই মনে হোক না কেন। সুপ্রিম কোর্টের অভিযোগ, কলেজিয়ামের সুপারিশ মেনে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে অত্যন্ত ঢিলেমি করছে কেন্দ্র। বিচারবিভাগে নিয়োগের ক্ষেত্রেও কেন্দ্রের ভূমিকা অত্যন্ত হতাশাজনক। এরপরই নরিম্যান বলেন, আমরা শুনেছি কলেজিয়াম পদ্ধতির বিরুদ্ধে আইনমন্ত্রী কী ধরনের আপত্তিকর কথা বলেছেন। এরপরই তিনি জানান, একজন নাগরিক হিসেবে আমি সমালোচনা করতে পারি। কোনও সমস্যা নেই। কিন্তু আমি এখন শুধুই নাগরিক। আপনি কর্তৃপক্ষ। আর কর্তৃপক্ষ হিসেবে আপনি রায় মেনে নিতে বাধ্য, সেটা ভুল হোক বা ঠিক।

তবে শুধু কেন্দ্রীয় আইনমন্ত্রীই নন, এদিন প্রাক্তন সুপ্রিম বিচারপতি নাম না করে খোঁচা দেন উপরাষ্ট্রপতি ধনখড়কেও। নরিম্যান বলেন, ওই পরিকাঠামোই কিন্তু বজায় থাকবে। ঈশ্বরকে ধন্যবাদ, এটা বজায় থাকছে। পাশাপাশি কেন্দ্র যেভাবে কলেজিয়ামের সুপারিশগুলির বিবেচনায় বিলম্ব করছে, সেটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। এরপরই তিনি প্রস্তাব দেন, এবার থেকে এই বিষয়ে ৩০ দিনের ডেডলাইনকে বিবেচনা করা হোক। তার মধ্যে সাড়া না দিলে নিজে নিজেই সেই সুপারিশগুলি গৃহীত হয়ে যাবে।

উল্লেখ্য, দিনকয়েক আগেই জগদীপ ধনখড় কলেজিয়াম বিতর্ক নিয়ে অভিযোগ করেন, সুপ্রিম কোর্ট সংসদ ভবনকে অবজ্ঞা করেছে। আর সংসদকে অবজ্ঞা করা মানে মানুষের ইচ্ছাকে অবজ্ঞা করা। আর সেই ইস্যুতেই উপরাষ্ট্রপতিকে একহাত নিলেন তিনি।

 

 

spot_img

Related articles

শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’, উইকেন্ডেই ল্যান্ডফল অন্ধ্র উপকূলে!

ঘূর্ণিঝড় সেনিয়ারের খবরের মাঝেই বঙ্গোপসাগরে আরও এক শক্তিশালী ঘূর্ণিঝড়ের (cyclonic formation in Bay of Bengal) জন্ম।আইএমডির বুলেটিন অনুযায়ী...

রাতের অন্ধকারে চমক! সহকারী সভাধিপতির গাড়ির সামনে পূর্ণবয়স্ক চিতাবাঘ 

অন্ধকার ভেদ করে চমকে দিল সরাসরি চিতাবাঘ! ফাঁসিদেওয়া ব্লকের মাদাতি চা বাগানের বালাসন ডিভিশনে সরকারি কাজ সেরে ফেরার...

হাওড়ায় দুষ্কৃতী হামলা: গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে পঞ্চায়েত প্রধান

তৃণমূল পঞ্চায়েত প্রধানের উপর গুলি চালানোর ঘটনায় বৃহস্পতিবার রাতে আতঙ্ক ছড়ালো হাওড়ার সাঁপুইপাড়া বসুকাঠি পঞ্চায়েত (panchayat) এলাকায়। গুরুতর...

সংখ্যালঘু কমিশনের ভাইস–চেয়ারম্যান পদে জন বার্লা 

রাজ্যের সংখ্যালঘু কমিশনে নতুন দায়িত্ব পেলেন প্রাক্তন সাংসদ জন বার্লা। বৃহস্পতিবার সংখ্যালঘু উন্নয়ন দফতর থেকে প্রকাশিত নির্দেশিকায় জানানো...