Monday, August 11, 2025

পাকিস্তানে ভয়াবহ বাস দুর্ঘট*না! লাফিয়ে বাড়ছে মৃ*তের সংখ্যা

Date:

Share post:

পাকিস্তানের (Pakistan) বালোচিস্তান (Balochistan) প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা (Bus Accident)। দুর্ঘটনায় নিহত কমপক্ষে ৪১ জন। তবে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। গুরুতর আহত আরও ৭ জন। এদিন যাত্রীবাহী বাসটিতে (Public Bus) প্রায় ৪৮ জন যাত্রী ছিলেন। কোয়েটা থেকে করাচি যাচ্ছিল বাসটি। রবিবার ভোর ৪টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, এদিন দ্রুতগতিতে ইউ-টার্ন (U Turn) নিচ্ছিল বাসটি। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ব্রিজের পিলারে ধাক্কা মারে। এরপরই গাড়িটি গিরিখাতের মধ্যে পড়ে যায় এবং তাতে আগুন ধরে যায়।

অতিরিক্ত পুলিশ কমিশনার হামজা জানিয়েছেন, এখনও পর্যন্ত ৪১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এক শিশু-সহ ৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাসের জানলা দিয়ে টেনে তাঁদের বের করা হয়। তবে মৃতদেহগুলির অবস্থা এমন, তাদের চিহ্নিত করা যাচ্ছে না। মৃতদেহগুলিকে ডিএনএ পরীক্ষার জন্য করাচি নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দ্রুত গতিতে চলমান বাসটি চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় খাদে পড়ে দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দমকলবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে জোরকদমে উদ্ধারকাজ শুরু করেন। বালোচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আবদুল কুদ্দুস বিজেঞ্জো এই দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

 

 

spot_img

Related articles

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী

রাজ্য সরকারের নতুন কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ এবার এলাকার নির্বাচিত মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

রবি মরশুমে পেঁয়াজ উৎপাদনে রেকর্ড রাজ্যের, আশা দাম কমার 

রাজ্যে এ বছর রবি মরশুমে পেঁয়াজ উৎপাদন ৭ লক্ষ টন ছাড়িয়েছে—যা এখন পর্যন্ত সর্বকালীন রেকর্ড। উৎপাদনের পাশাপাশি সংরক্ষণেও...

গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করতে বড় পদক্ষেপ, ৬ হাজারের বেশি চিকিৎসক-নার্স নিয়োগে উদ্যোগ রাজ্যের

গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে (Health Service) আরও শক্তিশালী করতে রাজ্য সরকার ১,২০০-র বেশি সাধারণ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক (জিডিএমও) সহ প্রায়...

বুথে যান, ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি করুন: উত্তর দিনাজপুর-বহরমপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে নির্দেশ অভিষেকের

পূর্ব ঘোষণামতো সোমবার উত্তর দিনাজপুর ও বহরমপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...