Tuesday, August 12, 2025

পাকিস্তানের (Pakistan) বালোচিস্তান (Balochistan) প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা (Bus Accident)। দুর্ঘটনায় নিহত কমপক্ষে ৪১ জন। তবে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। গুরুতর আহত আরও ৭ জন। এদিন যাত্রীবাহী বাসটিতে (Public Bus) প্রায় ৪৮ জন যাত্রী ছিলেন। কোয়েটা থেকে করাচি যাচ্ছিল বাসটি। রবিবার ভোর ৪টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, এদিন দ্রুতগতিতে ইউ-টার্ন (U Turn) নিচ্ছিল বাসটি। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ব্রিজের পিলারে ধাক্কা মারে। এরপরই গাড়িটি গিরিখাতের মধ্যে পড়ে যায় এবং তাতে আগুন ধরে যায়।

অতিরিক্ত পুলিশ কমিশনার হামজা জানিয়েছেন, এখনও পর্যন্ত ৪১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এক শিশু-সহ ৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাসের জানলা দিয়ে টেনে তাঁদের বের করা হয়। তবে মৃতদেহগুলির অবস্থা এমন, তাদের চিহ্নিত করা যাচ্ছে না। মৃতদেহগুলিকে ডিএনএ পরীক্ষার জন্য করাচি নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দ্রুত গতিতে চলমান বাসটি চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় খাদে পড়ে দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দমকলবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে জোরকদমে উদ্ধারকাজ শুরু করেন। বালোচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আবদুল কুদ্দুস বিজেঞ্জো এই দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

 

 

Related articles

বক্স অফিসে ব্যর্থ ভাইজান, ক্রিকেট মাঠেই লক্ষ্মীলাভের রাস্তা খুঁজছেন সলমন!

একের পর এক সিনেমা ফ্লপ হওয়ায় বক্স অফিসে গত কয়েকবছরে বড় লক্ষ্মী লাভের মুখ দেখেননি বলিউডের ভাইজান। তাই...

মুখ্যমন্ত্রীর নির্দেশে চাকলায় লোকনাথ মন্দির চত্বরের রাস্তা মেরামতির কাজ শুরু

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে শুরু হল চাকলা লোকনাথ মন্দির (Loknath Temple, Chakla) চত্বরের রাস্তা মেরামতির...

কলকাতার হোটেল থেকে BSF জওয়ানের দেহ উদ্ধারে চাঞ্চল্য!

দুদিন ধরে হোটেলের রুম থেকে বেরোতে দেখা যায়নি তাঁকে। অবশেষে বেরোলো মৃতদেহ। কলকাতার ভিআইপি রোডের (VIP road) একটি...

রাজ্যের বিভিন্ন দফতরে নতুন কর্মী নিয়োগ, অনুমোদন মন্ত্রিসভার

রাজ্যের স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে মোট ৬২৭টি পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রে জানা গেছে,...
Exit mobile version