Monday, August 25, 2025

আবাস যোজনা পর এবার স্কুলশিক্ষা। মিড ডে মিল পর্যালোচনায় রবিবারই রাজ্যে আসছে কেন্দ্রীয় দল।রাজ্যে মিড ডে মিল প্রকল্প কীভাবে কাজ করছে,তা সরেজমিনে পরিদর্শন করবেন কেন্দ্রের আধিকারিকরা। চালাবেন সমীক্ষা। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় ঘুরবে এই কেন্দ্রীয় টিম।

আরও পড়ুন:ফের শিরোনামে লখিমপুরের খেরি, ট্রাকের ধাক্কায় ম*র্মান্তিক পরিণতি ৫ পথচারীর

রবিবার বিকাল ৫টা ৪০ মিনিটে কলকাতায় পৌঁছবেন কেন্দ্রীয় দলের আধিকারিকরা। ১২ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে ইউনিসেফের সদস্যরাও থাকবেন বলে খবর। আগামিকাল থেকে জেলায় জেলায় মিড ডে মিল প্রকল্পের কাজ পরিদর্শন করবেন তাঁরা। খাবারের গুণমান খতিয়ে দেখার পাশাপাশি স্কুলের পড়ুয়াদের উচ্চতা ও ওজনও পরিমাপ করা হবে।


জানা গেছে, এই কেন্দ্রীয় দলের নেতৃত্বে থাকছেন জিবি পন্ত বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান অনুরাধা দত্ত। রয়েছেন শ্বেতা সুরি। দলে থাকছেন ইউনিসেফের প্রতিনিধিরা। এমনকী মিড ডে মিল প্রকল্পে কেন্দ্রের তরফে দায়িত্বপ্রাপ্ত আধিকারকরাও থাকবেন বলে খবর। একইসঙ্গে থাকছেন রাজ্যের প্রতিনিধিও। সূত্রের খবর, ৯ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং দলে ৩ আধিকারিক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের চিফ কনসালট্যান্ট পদে বহাল রয়েছেন। রাজ্যের নানা প্রান্তে জেলায় জেলায় স্কুলে ঘুরে মিড ডে মিল প্রকল্পের কাজ কীভাবে হচ্ছে তা খতিয়ে দেখার কথা রয়েছে তাঁদের। ম্যানেজ ইনফরমেশন সিস্টেম সঠিকভাবে বজায় রাখা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখার কথা রয়েছে তাঁদের। দেখা হবে সমস্ত সরকারি নির্দেশিকা সঠিকভাবে মানা হচ্ছে কি না। রান্নাঘর এবং স্কুলের পরিকাঠামো ঠিক রয়েছে কিনা তাও খতিয়ে দেখবে এই কেন্দ্রীয় টিম।

 

Related articles

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...
Exit mobile version