Friday, August 22, 2025

সোমবার বীরভূমে (Birbhum) পৌঁছনোর আগেই আরও দুটি পুলিশ থানা (Police Station) তৈরির বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মহম্মদ বাজার (Muhammad Bazar) থানাকে ভেঙে মোট তিনটি থানা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলি হল মহম্মদ বাজার, রামপুর (Rampur) এবং দেউচা (Deucha)।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মহম্মদ বাজার থানা এলাকার মধ্যেই পড়ে দেউচা পাচামি কয়লা খনি এলাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেভাগেই জানিয়েছেন এশিয়ার বৃহত্তম কয়লা খনি হতে চলেছে দেউচা। সেখানে বড় বিনিয়োগ আসতে চলেছে। পাশাপাশি বিপুল কর্মসংস্থানও হবে। সেকারণেই সেখানে আইনশৃঙ্খলা বজায় রাখা প্রধান লক্ষ্য। আর সেই বিষয়টিকে মাথায় রেখেই যাতে সবকিছুই ঠিকঠাক চলে তার জন্যই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে খনি এলাকায় অশান্তি অনেকটাই কমবে বলে মত রাজনৈতিক মহলের। তবে রাজ্যে বড় থানা এলাকা ভেঙে নতুন থানা গঠনের ধারা নতুন নয়। এর আগে উত্তর ২৪ পরগনার একাধিক থানা ভাঙা হয়েছে। এবার সেই তালিকায় জুড়ল বীরভূমের নাম।

উল্লেখ্য, সোমবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আজ বিকেলেই বোলপুর পৌছানোর কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন দুপুরে বইমেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে হেলিকপ্টারে বোলপুরের সরকার ডাঙা হেলিপ্যাডে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সোমবার রাতে বোলপুরেই থাকবেন তিনি। মঙ্গলবার মালদহের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফর ঘিরে নিরাপত্তা থেকে সভাস্থল তৈরির প্রস্তুতি চলছে জোরকদমে। আর মুখ্যমন্ত্রীর বীরভূম সফরের আগে এমন ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

 

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version