Wednesday, August 20, 2025

ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীর মৃ*ত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা, শোকপ্রকাশ মোদি-মমতার  

Date:

ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাসের মৃত্যুতে রাজ্যে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। আগামি মঙ্গলবার পর্যন্ত এই রাষ্ট্রীয় শোক পালিত হবে। এই তিনদিন রাজ্যে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি কোনও বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। অন্যদিকে ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুন:শেষর*ক্ষা হল না ! পুলিশের গু*লিতেই প্রা*ণ গেল ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীর 

ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাসের মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে লিখেছেন,  “ওড়িশা সরকারের মন্ত্রী নব কিশোর দাসের দুর্ভাগ্যজনক মৃত্যুতে আমি শোকাহত।এই অসময়ে আমি তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাঁর আত্মার শান্তি কামনা করি।ওম শান্তি”

অন্যদিকে, মন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখেছেন,” ওড়িশার মন্ত্রী নব কিশোর দাসের অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। আমি তাঁর পরিবার ও অনুগামীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাঁরা যেন এই কঠিন সময়ে শক্তি এবং শান্তি খুঁজে পেতে পারেন।”

প্রসঙ্গত, রবিবার দুপুরে ওড়িশার ঝাড়সুগুড়া জেলার ব্রজরাজনগরে গান্ধী চকের কাছে এক পুলিশকর্মী ছোড়া গুলিতে গুরুতর জখম হয়েছিলেন ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস।এরপর রবিবার রাতে ভুবনেশ্বরের এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সোমবার সকালে হাসপাতাল থেকে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হবে। দল এবং পরিবারের লোকজন তাঁকে শ্রদ্ধা জানাবেন। তারপর মঙ্গলবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। মন্ত্রীর মৃত্যু থেকে তাঁর শেষকৃত্যের দিন পর্যন্ত-তিনদিনই রাজ্যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

 

Related articles

মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে দু’ঘণ্টা ধরে আটকে ৪০০ যাত্রী!

মঙ্গলের সন্ধ্যায় মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে মাঝপথে থেমে গেল ট্রেন (Mumbai Monorail breaks down)। দু'ঘণ্টা ধরে আটকে রইলেন প্রায়...

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...
Exit mobile version