Wednesday, August 27, 2025

কেন্দ্রের কোষাগারে মুনাফার অঙ্ক বাড়াতে রেশনে “গরিবের চাল-গম” বন্ধ করল মোদি সরকার

Date:

কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (Garib Kalyan Annya Yojana) একটি জনপ্রিয় প্রকল্প। ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত এই প্রকল্পে ৭ দফায় রেশনে মাসে মাথাপিছু ৫ কেজি করে অতিরিক্ত চাল-গম দিয়েছিল মোদি সরকার (Central Government)। এবার তা বন্ধ হতে চলেছে। যা থেকে কেন্দ্রের কোষাগারের সাশ্রয় হবে প্রায় ১ লক্ষ ৪৫ হাজার কোটি টাকা। মুনাফার অঙ্ক আরও বাড়াতে তৎপরতাও শুরু হয়েছে। এক্ষেত্রে মোদি সরকারের (Central Government) হাতিয়ার গরিবের চাল-গম।

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বন্ধ করে দেওয়ার পর কেন্দ্রের খাদ্য ভাণ্ডারে বিপুল পরিমাণ খাদ্যশস্য উদ্বৃত্ত হবে। রোজগার বৃদ্ধি করতে সেই চাল-গম খোলা বাজারে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। প্রথম পর্যায়ে টার্গেট, মার্চ মাসের মধ্যে ৩০ লক্ষ টন গম বিক্রি। ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। পরিমাণ ঘোষণা করা না হলেও, চাল বিক্রির নীতিগত সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে খাদ্যমন্ত্রক। কী দামে আগামী ডিসেম্বর পর্যন্ত খোলা বাজারে চাল-গম বিক্রি করা হবে, জানিয়ে দেওয়া হয়েছে তা। এক্ষেত্রেও গরিবের চাল-গমে বিন্দুমাত্র ভর্তুকি দিতে নারাজ মোদি সরকার। বরং নির্ধারিত যে সংগ্রহ মূল্যে চাষিদের কাছ থেকে ধান-গম কিনেছে কেন্দ্র, তার কিছুটা বেশি দামেই বিক্রি করা হবে।

সরকারি পরিসংখ্যান বলছে, চলতি জানুয়ারি মাসের শুরুতে কেন্দ্রের ভাণ্ডারে ১ কোটি ৫৯ লক্ষ টন গম ও ১ কোটি ৪ লক্ষ টন চাল মজুত রয়েছে। “বাফার স্টক” হিসেবে যে পরিমাণ খাদ্যশস্য মজুত রাখা বাধ্যতামূলক, তার থেকে এই পরিমাণ অনেকটাই বেশি। এর সঙ্গে বিপুল পরিমাণে যোগ হবে গরিবের চাল-গম।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version