Tuesday, January 13, 2026

সব বিষয়ে আলোচনায় প্রস্তুত: সর্বদল বৈঠকে জানালো সরকার, অনুপস্থিত কংগ্রেস

Date:

Share post:

সংসদে বাজেট অধিবেশনের আগে সর্বদল বৈঠকের(All Party meeting ( ডাক দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সোমবার সেই বৈঠকে উপস্থিত হলো তৃণমূল সহ ২৭ টি রাজনৈতিক দলের ৩৭ জন নেতা। তবে এই বৈঠকে কংগ্রেসের অনুপস্থিতি স্বাভাবিকভাবেই নজর কেড়েছে। বৈঠকে শাসক দলের তরফে জানানো হয়েছে আসন্ন বাজেট অধিবেশনে(budget session) বিরোধীদের সমস্ত বিষয় নিয়ে আলোচনার জন্য সরকার প্রস্তুত। তবে সংসদ চালানোর জন্য বিরোধীদের সহযোগিতা চাই। এদিনের বৈঠকে তৃণমূলের তরফে বিবিসির ডকুমেন্টরিতে (BBC Documentary) নিষেধাজ্ঞার বিষয়টি তুলে ধরা হয়।

কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী এদিন বলেন, আমরা সমস্ত বিষয় নিয়ে আলোচনার জন্য প্রস্তুত। পাশাপাশি সর্বদল বৈঠকে কংগ্রেসের অনুপস্থিতি প্রসঙ্গে যোশী বলেন, কংগ্রেসের তরফের মধ্যে জানানো হয়েছে, কংগ্রেসের সকল নেতা বর্তমানে কাশ্মীরে রয়েছেন। বিমানে বিলম্বের জেরে তারা উপস্থিত হতে পারেননি। দলের তরফে জানানো হয়েছে আগামীকাল সাক্ষাৎ করে সরকারের সামনে তাদের বক্তব্য পেশ করবেন।

এদিনের বৈঠকে সরকারের সামনে একাধিক বিষয়ের উত্থাপন করা হয় বিরোধীদের তরফে। আর যদি তরফে তুলে ধরা হয় আদানি ইস্যু। তৃণমূলের তরফে বিবিসির ডকুমেন্টারির ওপর নিষেধাজ্ঞার বিষয়টিকে তুলে ধরা হয়। চিনের অনুপ্রবেশে বিষয়টি উত্থাপন করেন বিএসপি সাংসদ। অবশ্য সরকারের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় কিছু বিষয় সংসদীয় ভবনে আলোচনা করা সম্ভব নয় কারণ সেগুলি নিরাপত্তা সংক্রান্ত।

আরও পড়ুন- পেশা বদলাতে চেয়েছিলেন ‘পাঠান’, ছবি মুক্তির পর প্রথমবার অকপট শাহরুখ !

 

 

spot_img

Related articles

ফোর্ট উইলিয়ামে এক কমান্ড্যান্ট SIR-এর কাজ করছেন! বিস্ফোরক অভিযোগ মমতার

"আমার কাছে খবর আছে ফোর্ট উইলিয়ামে (Fort William) বসে একজন কমান্ড্যান্ট SIR-এর কাজ করছেন। বিজেপির (BJP) কাজ করছেন।"...

বাঁকুড়ায় গাড়িতে পাচার নির্বাচনের ফর্ম! তথ্য চুরিতে সরব মুখ্যমন্ত্রী

বিজেপির নেতারা যা বলছেন, দেখা যাচ্ছে দুদিন পরে নির্বাচন কমিশন সেই পদক্ষেপ নিচ্ছে। আবার নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ...

১২০ জনের কোয়ারেন্টাইন! নিপা ভাইরাস রুখতে তৎপর রাজ্য

সোমবারই বারাসাতে ধরা পড়েছে ২ নিপা ভাইরাস আক্রান্ত (Nipah Virus)। সেইদিন থেকেই কন্ট্যাক্ট ট্রেসিং শুরু করেছিল স্বাস্থ্য দফতর।...

নাম বাদ? BLO-ERO-DM-কে অভিযোগ করুন: জানালেন মুখ্যমন্ত্রী, নথি জমার রসিদ নেওয়ার পরামর্শ

অন্যায়ভাবে নাম বাদ! SIR প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...