Thursday, December 4, 2025

সব বিষয়ে আলোচনায় প্রস্তুত: সর্বদল বৈঠকে জানালো সরকার, অনুপস্থিত কংগ্রেস

Date:

Share post:

সংসদে বাজেট অধিবেশনের আগে সর্বদল বৈঠকের(All Party meeting ( ডাক দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সোমবার সেই বৈঠকে উপস্থিত হলো তৃণমূল সহ ২৭ টি রাজনৈতিক দলের ৩৭ জন নেতা। তবে এই বৈঠকে কংগ্রেসের অনুপস্থিতি স্বাভাবিকভাবেই নজর কেড়েছে। বৈঠকে শাসক দলের তরফে জানানো হয়েছে আসন্ন বাজেট অধিবেশনে(budget session) বিরোধীদের সমস্ত বিষয় নিয়ে আলোচনার জন্য সরকার প্রস্তুত। তবে সংসদ চালানোর জন্য বিরোধীদের সহযোগিতা চাই। এদিনের বৈঠকে তৃণমূলের তরফে বিবিসির ডকুমেন্টরিতে (BBC Documentary) নিষেধাজ্ঞার বিষয়টি তুলে ধরা হয়।

কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী এদিন বলেন, আমরা সমস্ত বিষয় নিয়ে আলোচনার জন্য প্রস্তুত। পাশাপাশি সর্বদল বৈঠকে কংগ্রেসের অনুপস্থিতি প্রসঙ্গে যোশী বলেন, কংগ্রেসের তরফের মধ্যে জানানো হয়েছে, কংগ্রেসের সকল নেতা বর্তমানে কাশ্মীরে রয়েছেন। বিমানে বিলম্বের জেরে তারা উপস্থিত হতে পারেননি। দলের তরফে জানানো হয়েছে আগামীকাল সাক্ষাৎ করে সরকারের সামনে তাদের বক্তব্য পেশ করবেন।

এদিনের বৈঠকে সরকারের সামনে একাধিক বিষয়ের উত্থাপন করা হয় বিরোধীদের তরফে। আর যদি তরফে তুলে ধরা হয় আদানি ইস্যু। তৃণমূলের তরফে বিবিসির ডকুমেন্টারির ওপর নিষেধাজ্ঞার বিষয়টিকে তুলে ধরা হয়। চিনের অনুপ্রবেশে বিষয়টি উত্থাপন করেন বিএসপি সাংসদ। অবশ্য সরকারের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় কিছু বিষয় সংসদীয় ভবনে আলোচনা করা সম্ভব নয় কারণ সেগুলি নিরাপত্তা সংক্রান্ত।

আরও পড়ুন- পেশা বদলাতে চেয়েছিলেন ‘পাঠান’, ছবি মুক্তির পর প্রথমবার অকপট শাহরুখ !

 

 

spot_img

Related articles

রাস্তা তৈরি থেকে অন্যান্য পরিষেবা কেমন চলছে? নজরদারিতে বিরাট সিদ্ধান্ত নবান্নের

রাজ্যে উন্নয়নের গতি কোনওভাবেই যেন থেমে না যায়, সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর...

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...

অ্যাপ দিয়ে ফোনে আড়ি পাতা! চাপের মুখে ‘সঞ্চার সাথি’ নিয়ে পিছু হঠল কেন্দ্র

পেগাসাস মামলা এখনও কেন্দ্রের বিজেপি সরকারের পিছু ছাড়েনি। আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে যোগসাজশ করে ফোনে আড়ি পাতা বা ব্যক্তিগত...