Saturday, August 23, 2025

সব বিষয়ে আলোচনায় প্রস্তুত: সর্বদল বৈঠকে জানালো সরকার, অনুপস্থিত কংগ্রেস

Date:

সংসদে বাজেট অধিবেশনের আগে সর্বদল বৈঠকের(All Party meeting ( ডাক দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সোমবার সেই বৈঠকে উপস্থিত হলো তৃণমূল সহ ২৭ টি রাজনৈতিক দলের ৩৭ জন নেতা। তবে এই বৈঠকে কংগ্রেসের অনুপস্থিতি স্বাভাবিকভাবেই নজর কেড়েছে। বৈঠকে শাসক দলের তরফে জানানো হয়েছে আসন্ন বাজেট অধিবেশনে(budget session) বিরোধীদের সমস্ত বিষয় নিয়ে আলোচনার জন্য সরকার প্রস্তুত। তবে সংসদ চালানোর জন্য বিরোধীদের সহযোগিতা চাই। এদিনের বৈঠকে তৃণমূলের তরফে বিবিসির ডকুমেন্টরিতে (BBC Documentary) নিষেধাজ্ঞার বিষয়টি তুলে ধরা হয়।

কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী এদিন বলেন, আমরা সমস্ত বিষয় নিয়ে আলোচনার জন্য প্রস্তুত। পাশাপাশি সর্বদল বৈঠকে কংগ্রেসের অনুপস্থিতি প্রসঙ্গে যোশী বলেন, কংগ্রেসের তরফের মধ্যে জানানো হয়েছে, কংগ্রেসের সকল নেতা বর্তমানে কাশ্মীরে রয়েছেন। বিমানে বিলম্বের জেরে তারা উপস্থিত হতে পারেননি। দলের তরফে জানানো হয়েছে আগামীকাল সাক্ষাৎ করে সরকারের সামনে তাদের বক্তব্য পেশ করবেন।

এদিনের বৈঠকে সরকারের সামনে একাধিক বিষয়ের উত্থাপন করা হয় বিরোধীদের তরফে। আর যদি তরফে তুলে ধরা হয় আদানি ইস্যু। তৃণমূলের তরফে বিবিসির ডকুমেন্টারির ওপর নিষেধাজ্ঞার বিষয়টিকে তুলে ধরা হয়। চিনের অনুপ্রবেশে বিষয়টি উত্থাপন করেন বিএসপি সাংসদ। অবশ্য সরকারের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় কিছু বিষয় সংসদীয় ভবনে আলোচনা করা সম্ভব নয় কারণ সেগুলি নিরাপত্তা সংক্রান্ত।

আরও পড়ুন- পেশা বদলাতে চেয়েছিলেন ‘পাঠান’, ছবি মুক্তির পর প্রথমবার অকপট শাহরুখ !

 

 

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version