Friday, August 22, 2025

নেতাই কাণ্ডে সিপিআইএম নেতা ডালিম-অনুজ-তপনকে শর্তসাপেক্ষে জামিন দিল আদালত

Date:

Share post:

বাম জমানায় নেতাই কাণ্ডে(Netai Murder Case) অন্যতম প্রধান অভিযুক্ত ৩ সিপিআইএম নেতা অনুজ পাণ্ডে(Anuj Pandye), ডালিম পাণ্ডে(Dalim Pandye) ও তপন দে’র(Tapan Dey) শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করল আদালত। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের(Kolkata HighCourt) বিচারপতি জয়মাল্য বাগচির(Jaymalya Bagchi) ডিভিশন বেঞ্চে এই তিন জনের জামিন মঞ্জুর করা হয়। এই মামলায় মাস দু’য়েক আগে জামিন পেয়েছিলেন অন্যতম অভিযুক্ত ফুল্লরা মণ্ডল। এরপর জামিন পেয়ে গেলেন আরও ৩ জন মূল অভিযুক্ত। জামিনের কপি মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে পৌঁছনোর পর তিনজনকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে।

তৃণমূল ক্ষমতায় আসার আগে ২০১১ সালের ৭ জানুয়ারি ভয়াবহ সন্ত্রাসের সাক্ষী থেকেছিল পশ্চিম মেদিনীপুর জেলার লালগড় ব্লকের নেতাই গ্রাম। সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীদের ক্যাম্প থেকে এলোপাথাড়ি গুলি চালানো হয় সাধারণ গ্রামবাসীর উপর। সিপিআইএম নেতা রথীন দণ্ডপাতের বাড়ি থেকে গুলি চালানো হয়েছিল বলে অভিযোগ ওঠে। এই নারকীয় হত্যাকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ছিলেন ৪ জন মহিলা। প্রায় ২৪ জন সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীদের গুলিতে আহত হন। এই মামলার তদন্তে নেমে ২০ জনকে গ্রেফতার করেছিল সিবিআই। এই হত্যাকাণ্ডের খবর পেয়েই সেখানে উপস্থিত হন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বামফ্রন্ট সরকারের কফিনে শেষ পেরেকটাও পুঁতেছিল নেতাইয়ের এই গণহত্যা। এই মামলায় প্রধান অভিযুক্তদের তালিকায় ছিল ফুল্লুরা মণ্ডল, ডালিম পাণ্ডে, তপন দে, অনুজ পাণ্ডে সহ আরও অনেকে। এই মামলায় আগেই জামিন পান ফুল্লুরা। এবার জামিন পেলেন আরও ৩ হন।

অভিযুক্তদের আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী এই প্রসঙ্গে বলেন, ‘মহামান্য কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ নেতাই মামলার তিন আসামি অনুজ পাণ্ডে, ডালিম পাণ্ডে ও তপন দে-কে জামিন দিয়েছেন। ২০১৪ সালের এপ্রিল মাসে এই চারজনকে গ্রেফতার করা হয়েছিল। তারপর থেকে এই মামলায় ১২৬ জন সাক্ষীর মধ্যে এখনও অবধি ৩০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। বাকিদের সাক্ষ্য এখনও গ্রহণ করা হয়নি। সেই মামলাতেই আজ এরা সকলে জামিন পেয়েছেন।’

spot_img

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...