কবে থেকে রাজ্যে শুরু ১৫ বছরের বেশি পুরনো গাড়ি বাতিলের প্রক্রিয়া!

পয়লা এপ্রিল থেকে রাজ্যে ১৫ বছরের বেশি পুরনো গাড়ি বাতিলের প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রথম পর্যায়ে মেয়াদ উত্তীর্ণ সরকারি গাড়ি বাতিল করা হবে। এই মর্মে রাজ্যের সমস্ত আরটিওকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehashis Chakraborty)। মঙ্গলবার, হাওড়ার (Santragachi) সাঁতরাগাছি বাস টার্মিনাসে এক অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ এবং কেন্দ্রের নতুন পরিবহন নীতি অনুসারে ১৫ বছরের উপরের সব গাড়িকেই ধাপে ধাপে বাতিল করা হবে। বাতিল হওয়া গাড়িগুলিকে ভাঙার জন্য প্রতিটি জেলাতে স্ক্র্যাপ ইউনিট তৈরি করা হবে। রাজ্যে বর্তমানে এ ধরনের স্ক্র্যাপ ইউনিটের সংখ্য়া যথেষ্ট নয়। তাই নতুন কারখানা তৈরিতে উৎসাহ দিতে রাজ্য সরকার একটি নতুন নীতি তৈরি করেছে।

পরিবহন মন্ত্রী জানিয়েছেন, পুরনো বাণিজ্যিক গাড়ি জমা দিলে গাড়ির মালিক বৈধ কাগজ পাবেন। সেক্ষেত্রে তাঁর জন্য নির্দিষ্ট রুট পারমিট দিয়ে সে পুনরায় নতুন গাড়ি কিনতে পারবেন। পাশাপাশি পছন্দের নম্বর নেওয়ার ক্ষেত্রে গাড়ি কেনার আগে থেকে আবেদন করা যাবে। নতুন গাড়ি কেনার জন্য তাদের কর ছাড়ের মতো কিছু বিশেষ সুবিধা দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানান পরিবহন মন্ত্রী। একই বিশেষ নম্বরের জন্য সব আবেদনকারীকে ডেকে তাঁদের মধ্যে থেকে সর্বোচ্চ যিনি দাম দেবেন, ওই নম্বর তাকেই দেওয়া হবে। এছাড়াও সাধারণ নম্বরের ক্ষেত্রে আবেদনকারীরা উপলব্ধ নম্বর থেকে বেছে নিতে পারবেন বলেই জানান পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এ ছাড়াও আগামীদিনে ই-পরিবহনের উপরে সরকার জোর দিয়েছে বলেও জানান তিনি। যদিও রাজ্যের সর্বত্র গজিয়ে ওঠা টোটো তৈরির কোম্পানিগুলোর ক্ষেত্রে মন্ত্রী জানান, যাঁদের কাছে বৈধ সরকারি অনুমতি আছে তাঁরাই টোটো তৈরি করতে পারবে। তবে টোটো গাড়ির রেজিস্ট্রেশন ও লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কোনও পরিকল্পনা এই মুহূর্তে নেই সরকারের।

আরও পড়ুন- নেতাই কাণ্ডে সিপিআইএম নেতা ডালিম-অনুজ-তপনকে শর্তসাপেক্ষে জামিন দিল আদালত

Previous articleনেতাই কাণ্ডে সিপিআইএম নেতা ডালিম-অনুজ-তপনকে শর্তসাপেক্ষে জামিন দিল আদালত
Next articleHowrah : ব*ম্ব ডেটো*নেটর উদ্ধারের ঘটনায় গ্রেফ**তার ১