Tuesday, November 11, 2025

এবার ২৪ ঘণ্টাতেই মিলবে দুচাকা ও চার চাকা গাড়ির ড্রাইভিং লাইসেন্স !

Date:

গাড়ির সাইসেন্স পাওয়া নিয়ে হাপিত্যেশ করে বসে থাকার দিন শেষ হতে চলেছে। দালালরাজ ঠেকাতে এবার ২৪ ঘণ্টার মধ্যে মিলবে দুচাকা ও চার চাকা গাড়ির ড্রাইভিং লাইসেন্স। পাইলট প্রকল্প হিসাবে মঙ্গলবার হাওড়া জেলায় এই পরিষেবার সূচনা হল। সাঁতরাগাছি বাস টার্মিনাস থেকে ওই পরিষেবার  সূচনা করেন পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী।

তিনি জানান, খুব শীঘ্রই রাজ্য জুড়ে এই ব্যবস্থা চালু হয়ে যাবে। এর আগে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া সহজ করতে অনলাইনে আবেদনের ব্যবস্থা চালু হয়েছিল। তাই ১০০% অনলাইন সার্ভিস শুরু করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।যাতে যে কেউ বাড়িতে বসে ২৪ ঘণ্টা অনলাইন ব্যবস্থার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স সহ পরিবহন দফতরের যাবতীয় পরিষেবা পেতে পারেন।

পরিবহন মন্ত্রী জানিয়েছেন, লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন জানানোর পর আবেদনকারীকে নির্দিষ্ট দিনে আরটিও দফতরে গিয়ে থিওরিটিকাল ও হাতেকলমে পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় সফল হলে ২৪ ঘন্টার মধ্যেই তাঁর মোবাইলে মেসেজ করে তাঁর লাইসেন্স পাওয়ার ব্যপারে বার্তা দেওয়া হবে। লাইসেন্স হাতে না পাওয়া অবধি ওই মেসেজ দেখিয়েই সেই ব্যক্তি গাড়ি চালাতে পারবেন। এই মর্মে কলকাতা ও রাজ্য পুলিশকেও বিষয়টি নিয়ে অবগত করা হচ্ছে।একমাসের মধ্যেই আবেদনকারীকে স্মার্ট কার্ড দিয়ে দেওয়া হবে। তাঁকে বারবার আরটিও দফতরে যেতে হবে না।

এদিকে শহরতলির রাস্তায় টোটোর দাপট কমাতেও রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে বলে পরিবহন মন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন,  দেখা যাচ্ছে হাজার হাজার টোটো রাস্তায় নামানোর ফলে শহরের বিভিন্ন জায়গায় ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। পুরসভা ও পঞ্চায়েতের মাধ্যমে বৈধ টোটোর তালিকা তৈরি ও রুট বেধে দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য পরিবহন বিভাগ।

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version