Thursday, August 21, 2025

গাড়ির সাইসেন্স পাওয়া নিয়ে হাপিত্যেশ করে বসে থাকার দিন শেষ হতে চলেছে। দালালরাজ ঠেকাতে এবার ২৪ ঘণ্টার মধ্যে মিলবে দুচাকা ও চার চাকা গাড়ির ড্রাইভিং লাইসেন্স। পাইলট প্রকল্প হিসাবে মঙ্গলবার হাওড়া জেলায় এই পরিষেবার সূচনা হল। সাঁতরাগাছি বাস টার্মিনাস থেকে ওই পরিষেবার  সূচনা করেন পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী।

তিনি জানান, খুব শীঘ্রই রাজ্য জুড়ে এই ব্যবস্থা চালু হয়ে যাবে। এর আগে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া সহজ করতে অনলাইনে আবেদনের ব্যবস্থা চালু হয়েছিল। তাই ১০০% অনলাইন সার্ভিস শুরু করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।যাতে যে কেউ বাড়িতে বসে ২৪ ঘণ্টা অনলাইন ব্যবস্থার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স সহ পরিবহন দফতরের যাবতীয় পরিষেবা পেতে পারেন।

পরিবহন মন্ত্রী জানিয়েছেন, লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন জানানোর পর আবেদনকারীকে নির্দিষ্ট দিনে আরটিও দফতরে গিয়ে থিওরিটিকাল ও হাতেকলমে পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় সফল হলে ২৪ ঘন্টার মধ্যেই তাঁর মোবাইলে মেসেজ করে তাঁর লাইসেন্স পাওয়ার ব্যপারে বার্তা দেওয়া হবে। লাইসেন্স হাতে না পাওয়া অবধি ওই মেসেজ দেখিয়েই সেই ব্যক্তি গাড়ি চালাতে পারবেন। এই মর্মে কলকাতা ও রাজ্য পুলিশকেও বিষয়টি নিয়ে অবগত করা হচ্ছে।একমাসের মধ্যেই আবেদনকারীকে স্মার্ট কার্ড দিয়ে দেওয়া হবে। তাঁকে বারবার আরটিও দফতরে যেতে হবে না।

এদিকে শহরতলির রাস্তায় টোটোর দাপট কমাতেও রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে বলে পরিবহন মন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন,  দেখা যাচ্ছে হাজার হাজার টোটো রাস্তায় নামানোর ফলে শহরের বিভিন্ন জায়গায় ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। পুরসভা ও পঞ্চায়েতের মাধ্যমে বৈধ টোটোর তালিকা তৈরি ও রুট বেধে দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য পরিবহন বিভাগ।

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version