মিলল না জামিন! নওশাদ সিদ্দিকি-সহ ১৮ জনের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজত

খারিজ জামিনের আবেদন। আপাতত জেল হেফাজতে থাকতে হবে নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। ভাঙড়ের আইএসএফ (ISF) বিধায়ক সহ ধৃত ১৮ জন ISF কর্মীকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল ব্যাঙ্কশাল আদালত। নওশাদের জামিনের আবেদন খারিজের পাশাপাশি, হেফাজতে নেওয়ার পুলিশের আর্জিও খারিজ করে দিল আদালত।

প্রসঙ্গত গত একুশে জানুয়ারি শনিবার, ধর্মতলায় ISF-র মিছিল ঘিরে ধুন্ধুমার বাধে। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন ISF কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি চালায়, কাঁদানে গ্যাস ছোড়ে। পাল্টা বিক্ষোভকরীরা পুলিশের উপর হামলা চালায় বলে অভিযোগ। রণক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলা চত্বর। গ্রেফতার হন বিধায়ক নওশাদ সিদ্দিকি-সহ ১৮ জন। তাঁদের বিরুদ্ধে বেআইনি জমায়েত, অস্ত্র-সহ গোলমাল পাকানোর চেষ্টা, সরকারি কর্মীদের কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্ট করা, সরকারি কর্মীদের উপর হামলা, খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়। তোলা হয় ব্যাঙ্কশাল আদালতে। তবে নওশাদ শিবিরের তরফে তাঁদের আইনজীবী জামিনের আবেদন করলেও সেই আবেদন খারিজ হয়ে যায়। ১ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। এদিনই সেই মেয়াদ শেষ হওয়ার পর ফের তাঁদের তোলা ব্যাঙ্কশাল আদালতে। তবে এদিনও মিলল না জামিন। ১৪ দিনের জন্য নওশাদের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। অর্থাৎ আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জেলেই থাকছেন আইএসএফ নেতা।

আরও পড়ুন- স্বাস্থ্য সাথীতে অনিয়মের অভিযোগ, ১০২টি হাসপাতালকে শোকজ, জরিমানা ১১ কোটি

Previous articleকিউইদের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় ভারতের, তৃতীয় টি-২০ ম‍্যাচে বড় জয় টিম ইন্ডিয়ার
Next articleতিতাস-হৃষিতা-রিচা ঘোষকে ১০ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার ঘোষণা সিএবি’র