Monday, August 25, 2025

জাতীয় গড়ের নিরিখে বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন রাজ্যে বেকারত্বের হার বেশি: কেন্দ্রীয় রিপোর্ট

Date:

বিজেপি শাসিত একাধিক “ডাবল ইঞ্জিন” রাজ্যে বেকারত্বের হার জাতীয় গড়ের থেকেও বেশি। তবে অবিজেপি রাজ্য পশ্চিমবঙ্গের পরিস্থিতি দেশের বহু রাজ্যের তুলনায় ভালো। বাজেটের আগেই আর্থিক সমীক্ষায় তা কার্যত মেনে নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। বাজেটের ঠিক আগেরদিন, গতকাল মঙ্গলবার প্রকাশিত হয়েছে ২০২২-২৩ অর্থবর্ষের অর্থনৈতিক সমীক্ষা। আর সেখানেই দেশের বিজেপি শাসিত বহু রাজ্যের কার্যত দুরবস্থার নগ্ন ছবিই প্রকাশ্যে এসেছে।

সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে, বেকারত্ব হোক কিংবা সাক্ষরতা অথবা সদ্যোজাত শিশু মৃত্যুর হার—প্রায় প্রতিটি ক্ষেত্রেই অধিকাংশ ডাবল ইঞ্জিন রাজ্যের পরিস্থিতি অত্যন্ত করুণ। বেকারত্বের হারের ক্ষেত্রে আর্থিক সমীক্ষায় সাম্প্রতিকতম যে পরিসংখ্যানটি রয়েছে, তা ২০২২ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের। এক্ষেত্রে ২০১৮ সালের এপ্রিল-জুন থেকে গত বছরের উল্লিখিত সময়সীমা পর্যন্ত পরিসংখ্যান আর্থিক সমীক্ষায় উল্লেখ করা হয়েছে।

২০২২ সালের জানুয়ারি-মার্চের হিসেবে সারা দেশে বেকারত্বের জাতীয় গড় ৮.২ শতাংশ। কিন্তু বিজেপি শাসিত উত্তরপ্রদেশে এই হার ৮.৯ শতাংশ। উত্তরাখণ্ডে ১১.৯ শতাংশ। বিজেপি শাসিত রাজ্য হরিয়ানায় বেকারত্বের হার ১৩.৫ শতাংশ। ডাবল ইঞ্জিন রাজ্য অসমে তা পৌঁছে গিয়েছে ৯.৯ শতাংশে। অথচ অবিজেপি পশ্চিমবঙ্গে বেকারত্বের হার ৬ শতাংশ। এমন পরিসংখ্যানকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। এই পরিসংখ্যানে সব বয়সিদেরই অন্তর্ভুক্ত করা হয়েছে বলে আর্থিক সমীক্ষায় জানানো হয়েছে।

এখানেই শেষ নয়, মঙ্গলবার যে আর্থিক সমীক্ষা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার, তা থেকে স্পষ্ট সাক্ষরতার হারের ক্ষেত্রেও পিছিয়ে রয়েছে অনেক বিজেপি শাসিত রাজ্য। দেখা গিয়েছে, বহু ডাবল ইঞ্জিন রাজ্যের সাক্ষরতার হার জাতীয় গড়ের তুলনায় কম। কিন্তু পশ্চিমবঙ্গের হার জাতীয় গড়ের থেকেও বেশি। ২০১১ সালে সাক্ষরতার জাতীয় গড় ৭৩ শতাংশ। পশ্চিমবঙ্গে এই হার ৭৬.৩ শতাংশ। অথচ ওই বছরে উত্তরপ্রদেশে এই হার ৬৭.৭ শতাংশ, মধ্যপ্রদেশে ৬৯.৩ শতাংশ, অসমে ৭২.২ শতাংশ।

সদ্যোজাত শিশু মৃত্যুর ক্ষেত্রে ২০২০ সালের জাতীয় গড় ২৮ শতাংশ। পশ্চিমবঙ্গে তা ১৯ শতাংশ। অথচ ডাবল ইঞ্জিন উত্তরপ্রদেশ এবং অসমে এই হার যথাক্রমে ৩৮ এবং ৩৬ শতাংশ।

আরও পড়ুন:পঞ্চমবার বাজেট পেশ নির্মলার, এবারও নজর কাড়ছে অর্থমন্ত্রীর শাড়ি

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version