বোর্ডের সংবর্ধনা নিয়ে বৃহস্পতিবার দুপুরে শহরে ফিরছেন বিশ্বকাপজয়ী অনুর্ধ্ব-১৯ মহিলা দলের দুই বঙ্গকন্যা। শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ সিনিয়র ভারতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন বলে শহরে ফিরছেন না। তবে ফাইনালের সেরা চুঁচুড়ার তিতাস সাধু এবং হাওড়ার মেয়ে হৃষিতা বসু বৃহস্পতিবার ঘরে ফিরছেন। কলকাতা বিমানবন্দরে তাঁদের শুভেচ্ছা জানিয়ে বরণ করবেন সিএবি কর্তারা।

বুধবার সিএবি-র তরফে ঘোষণা করা হয়েছে, তিতাস, রিচা এবং হৃষিতাকে ১০ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হবে। তবে রিচা যেহেতু শহরে থাকছেন না। তাই সিএবি তিনজনকে পরে সংবর্ধনা দেবে। এদিকে, ৩ ফেব্রুয়ারি শুক্রবার ফ্র্যাঙ্ক ওরেল ডে। সেদিন রক্তদাতারা পাবেন মনোজ তিওয়ারির সই করা সার্টিফিকেট।
আরও পড়ুন:কিউইদের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় ভারতের, তৃতীয় টি-২০ ম্যাচে বড় জয় টিম ইন্ডিয়ার
