দ্বিতীয় মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ সংসদে, একনজরে ২৩-২৪ বাজেট

২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বুধবার বাজেট পেশের আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বাজেট অনুমোদিত হয়। বাজেটে ঘাটতির লক্ষ্যমাত্রা ৪.৫ শতাংশ।

একনজরে বাজেট

• স্বাধীনতার একশো বছরের কী ধরনের বাজেট হবে তার ব্লু প্রিন্ট তৈরি হচ্ছে
• জি ২০ সভাপতিত্ব ভারতকে বিশ্বের শক্তিশালী দেশগুলির সমকক্ষ করেছে
• এ বছর আমাদের আর্থিক বৃদ্ধি ৭ শতাংশ হওয়ার আশা করছি, যা বৃহৎ পুঁজির দেশগুলির থেকে বেশি
• ইপিএফও সদস্য সংখ্যা ২৭ কোটি ছাড়িয়েছে
• ১০২ কোটি মানুষকে কোভিড ভ্যাকসিন
• ১১.৭ কোটি শৌচালয় তৈরি হয়েছে


• ৯৭ কোটি মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি দেওয়া হচ্ছে
• পিএম আবাস যোজনায় ৭৮ হাজার কোটি টাকা বরাদ্দ
• আবাস যোজনায় বরাদ্দ বাড়ল ৬৬ শতাংশ
• ৭৯ টি একলব্য স্কুলের জন্য ৩৮ হাজার শিক্ষক নিয়োগ
• আদিবাসী উন্নয়নের নতুন অ্যাকশন প্ল্যান
• ১৩.৭ লক্ষ সরকারি বিনিয়োগ হবে
• উজ্জ্বলা যোজনায় ৯.৬ কোটি গ্যাস কানেকশন
• ভারতীয় অর্থনীতি দশম স্থান থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে

•৫০ টি নতুন এয়ারপোর্ট এবং হেলিপ্যাড নির্মাণ হবে

• পর্যটন ক্ষেত্রে আমরা একটি লক্ষ্য নিয়ে এগিয়েছি

• বিনিয়োগে ৩১ শতাংশ বৃদ্ধি, এটা জাতীয় আয়ের ৩.৫%
• রেল প্রকল্পগুলির জন্য ২.৪০ লক্ষ্য কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে
• সবকা সাথ, সবকা বিকাশে জোর
• কৃষিক্ষেত্রেও স্টার্ট আপ
• আমাদের ৭টি অগ্রাধিকার হল ‘সপ্ত ঋষি’। সেগুলি হল, অমৃতকালের পথে এগনো।
• জাতীয় গ্রামীণ জীবন জীবিকা মিশন উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে


• ৪৪.৬ কোটি মানুষ বিমার আওতায়
• জম্মু-কাশ্মীর, লাদাখ, উত্তর-পূর্ব ভারতের উন্নয়নে জোর
• শিশুদের জন্য জাতীয় ডিজিটাল লাইব্রেরি
• ৪৭.৮ কোটি জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে
• ১৫৭টি নতুন নার্সিং কলেজ খোলা হবে
• কৃষিক্ষেত্রে ঋণের পরিমাণ বাড়িয়ে ২০ লক্ষ কোটি
• খাদ্যসুরক্ষা খাতে মোট ব্যয় বরাদ্দ ২ লক্ষ কোটির কাছাকাছি নিয়ে যাওয়া হবে
• গ্রামীণ অর্থনীতির উন্নয়নে মহিলা স্বশক্তিকরণ, কৃষকদের আর্থিক সাহায্য করা হবে
• আদিবাসীদের উন্নয়নে নতুন অ্যাকশন প্ল্যানে ১৫ হাজার কোটি বরাদ্দ
• অ্যানিমিয়া দূরীকরণে ২০৪৭ সালের মধ্যে ব্যবস্থা নেবে সরকার
• মেডিক্যাল রিসার্চের উপর বাড়তি নজর
• রাজ্যগুলিকে ৫০ বছরের জন্য সুদহীন ঋণ দেওয়া হবে
• মূলধনী বিনিয়োগের পরিমাণ লাগাতার তিন বছর ধরে ১০ লক্ষ কোটি টাকা বাড়ানো হল
• সরকারি কর্মচারীদের জন্য কর্মযোগী প্রকল্প
• প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় ৬ হাজার কোটি টাকার প্রকল্প


• প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কৌশল সম্মান প্যাকেজে আদিবাসী, দুর্বল, শিল্পী ও হস্তশিল্পীদের অন্তর্ভুক্ত করা হবে। তাঁদের তৈরি করা সামগ্রী এমএসএমই-তে অন্তর্ভুক্ত করা হবে
• ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন ১ লক্ষ ৯৭ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
• ব্যাটারি চালিত গাড়ির ব্যবহার বাড়ানো হবে
• কর্নাটাকের খরাপীড়িত এলাকার জন্য ৫ হাজার ৩০০ কোটি টাকা কেন্দ্রীয় সাহায্য দেওয়া হবে
• ১০ হাজার বায়ো ইনপুট রিসোর্স সেন্টার তৈরি করার প্রস্তাব
• জলপথ পরিবহনে পিপিপি মডেলের গুরুত্ব দেওয়া হবে
•কিষাণ ক্রেডিট কার্ডের জন্য কুড়ি লক্ষ কোটি টাকা বরাদ্দ
•দ্বিতীয় এবং তৃতীয় সারির শহরের উন্নয়নের জন্য কুড়ি হাজার কোটি টাকা বিনিয়োগ
•প্রাকৃতিক সারের জন্য দেশজুড়ে একটি চেইন তৈরি হবে।
•পরিবেশ রক্ষায় আমরা বিশেষ সতর্ক
•যেকোনো ধরনের রিটার্ন দাখিল আরো সহজেতর হবে
•সমস্ত ডিজিটাল সরকারি এজেন্সিতে প্যান হবে মূল গ্রহণযোগ্য
•কৃত্রিম পরিবেশবান্ধব হিরে উৎপাদনে জোর
•আইআইটির গবেষণাগারে সেই ধরনের হিরে তৈরির ব্যবস্থা
•পুরনো গাড়ি যেগুলি পরিবেশ নষ্ট করছে সেগুলি বাতিল করা হবে। তার জন্য বরাদ্দ রাখা হয়েছে
•প্রজন্মের কর্মসংস্থানের জন্য যে ধরনের প্রশিক্ষণ প্রয়োজন সেরকম শিল্প-বান্ধব প্রশিক্ষণ কেন্দ্র গড়া হবে।
•নীতি আয়োগ আরও তিনবছর রাজ্যগুলিকে সাহায্য করবে
•যেকোনো ধরনের রিটার্ন দাখিল আরো সহজেতর হবে
•সমস্ত ডিজিটাল সরকারি এজেন্সিতে প্যান হবে মূল গ্রহণযোগ্য


•পুরনো গাড়ি যেগুলি পরিবেশ নষ্ট করছে সেগুলি বাতিল করা হবে। তার জন্য বরাদ্দ রাখা হয়েছে
•যুব প্রজন্মের কর্মসংস্থানের জন্য যে ধরনের প্রশিক্ষণ প্রয়োজন সেরকম শিল্প-বান্ধব প্রশিক্ষণ কেন্দ্র গড়া হবে।
•পর্যটনে বিশেষ নজর, এর জন্য যোগাযোগ, খাবার সব দিকে নজর দেওয়া হচ্ছে
•এক একটি জেলা এক একটি বিশেষ উৎপাদন নির্দিষ্ট করবে যাতে তারা বিশেষ দক্ষ
• ‘দেখো আপনা দেশ’ পর্যটন ক্ষেত্রে নতুন প্রকল্প, এতে গ্রামীণ এলাকার পর্যটনের উন্নয়ন করা হবে
• MSME-র ঋণের ব্যবস্থা আগেই করা হয়েছে, এবার তাতেই নয় হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে
• ৪৭লক্ষ যুবককে স্টাইফেন দেওয়ার জন্য টাকা বরাদ্দ করা হয়েছে


• বিভিন্ন রাজ্যে ৩৯ টি স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হবে
• প্রবীণ নাগরিকদের জন্য সেভিংস স্কিম 15 লক্ষ থেকে বাড়িয়ে ৩০ লক্ষ করা হল
•২ লক্ষ টাকা রাখলে দু বছরে ৭.৫ শতাংশ সুদ
• মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম
• পরোক্ষ করের ক্ষেত্রে রফতানি বাড়ানোর উপর জোর
• ইলেকট্রিক কিচেন চিমনির ওপর কাস্টমস ডিউটি বাড়ানো হল
• কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কাস্টমস ডিউটি কমানো হল
• পোস্ট অফিসে মান্থলি ইনকাম স্কিমে চার দশমিক পাঁচ লক্ষের বদলে নয় লক্ষ টাকা রাখা যাবে
• সোনা এবং প্লাটিনামের বারের ওপর ইম্পোর্ট ডিউটির মতো রুপোর উপর ইমপোর্ট ডিউটি হবে
• তামার উপর ছাড় দেওয়া হবে
• সিগারেটের ১৬ শতাংশ কর বাড়ল
• সস্তা হবে টেলিভিশন, মোবাইল
•MSME-দের ক্ষেত্রে করে ছাড়
• চিনির সমবায়ের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হবে, এতে 10000 কোটি টাকার সুবিধে পাবেন কৃষকরা
• নতুন কো-অপারেটিভদের ক্ষেত্রে ১৫ শতাংশ পর্যন্ত কর
• বাজেটে ঘাটতির লক্ষ্যমাত্রা ৪.৫ শতাংশ
• ১০০জন জয়েন কমিশনার নিয়োগ করা হবে, যাঁরা আবেদনগুলো দ্রুত প্রসেস করবেন
• ৭ লাখ টাকা পর্যন্ত বাৎসরিক আয়ের ক্ষেত্রে আয়কর দিতে হবে না
• স্টার্টআপ উৎসাহ দেওয়ার জন্য আয় করে ছাড় দেওয়া হবে
• সর্বোচ্চ করদাতাদের ক্ষেত্রে সার্চাজ কমানো হল

আরও পড়ুন:এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়ল, কীসের দাম কমলো

 

 

Previous articleএবারের বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়ল, কীসের দাম কমলো
Next articleস্বামীর মৃ*ত্যু নিয়ে সন্দেহ! মহিলাকে মেরে জুতোর মালা পরিয়ে গোটা গ্রাম ঘোরাল ননদ