Monday, November 10, 2025

Union Budget : বাংলার মুখ্যমন্ত্রীর কথাকেই প্রাধান্য কেন্দ্রের, MSME ঋণে অগ্রাধিকার অর্থমন্ত্রীর

Date:

ভোটমুখী বাজেটে বাংলার মুখ্যমন্ত্রীর কথাকেই কার্যত মান্যতা দিল কেন্দ্র সরকার (Central Government)। ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রণালয় যাতে সহজেই ঋণ পায় তার জন্য বিশেষ ঘোষণা কেন্দ্রের। পরিসংখ্যান বলছে, মোদি জমানায় বেকারত্বের রেকর্ড গড়েছে দেশ। এই আবহে এবার ছোট ও ক্ষুদ্র শিল্পের প্রসারে (MSME Sector) জোর দিতে চায় কেন্দ্র (Central Government)। তাই অত্যন্ত সচেতনতার সঙ্গেই এই সেক্টর নিয়ে বাজেটে একাধিক আশার কথা শোনালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman)। এই সেক্টরে ঋণ নিশ্চিত করার ওপরই এই বাজেটে বিশেষ জোর দিতে বললেন অর্থমন্ত্রী (Minister of Finance of India)।

যে কোনও ঋণের ক্ষেত্রে ব্যাঙ্কগুলির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এর আগেই ব্যাঙ্কের ঋণদান পদ্ধতি সরলীকরণের পক্ষে বারবার সওয়াল করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে অথবা নিতে গিয়ে হেনস্থার শিকার হওয়ার ঘটনা কম নেই। এবারের বাজেটে মুখ্যমন্ত্রীর সেই দাবিতেই কার্যত মান্যতা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman)। যে কোনও ঋণের ক্ষেত্রে ব্যাঙ্কগুলির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সেটা মাথায় রেখে ব্যাঙ্কিং পরিষেবার মান ও উন্নত করার ওপর জোর দেওয়া হবে বলে এদিন বাজেটে আশ্বাস দেন অর্থমন্ত্রী। সেই সঙ্গে এমএসএমই ক্ষেত্রে ঋণ নিশ্চিত করার ওপরও জোর দিয়েছেন তিনি। একই সঙ্গে ডিজিটাল পেমেন্ট সিস্টেম বাড়ানোতে আরও বেশি জোর দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র বলেও তিনি জানিয়েছেন।

Related articles

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...
Exit mobile version