৯০ কোটি টাকার জালি*য়াতি! চিটফান্ড মামলায় প্রবীরকে গ্রেফ*তার সিবিআইয়ের  

সিবিআই সূত্রে খবর, ২০১৩ সালের ২০ এপ্রিল ভারত কৃষি সমৃদ্ধি লিমিটেড নামে এক চিটফান্ড কোম্পানির নামে অভিযোগ দায়ের করা হয়। এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ছিলেন খানাকুলের প্রবীর চট্টোপাধ্যায়। পরবর্তীকালে সেই মামলা সিবিআই-এর হাতে যায়।

৯০ কোটি টাকার জালিয়াতির (Money Laundering) অভিযোগ। অবশেষে চিটফাণ্ড মামলায় (Chit Fund) গ্রেফতার হুগলির খানাকূলের (Hoogly Khanakul) ১ নম্বর ব্লকের এক ব্যক্তিকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম প্রবীর চট্টোপাধ্যায় (Prabir Chattopadhyay)। বৃহস্পতিবার ভোরে প্রবীরকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাঁকে ইতিমধ্যে কলকাতায় নিয়ে আসা হয়েছে।

সিবিআই সূত্রে খবর, ২০১৩ সালের ২০ এপ্রিল ভারত কৃষি সমৃদ্ধি লিমিটেড নামে এক চিটফান্ড কোম্পানির নামে অভিযোগ দায়ের করা হয়। এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ছিলেন খানাকুলের প্রবীর চট্টোপাধ্যায়। পরবর্তীকালে সেই মামলা সিবিআই-এর হাতে যায়।

পাশাপাশি আর্থিক দুর্নীতির তদন্ত শুরু করে ইডি-ও (Enforcement Directorate)। এরপর চলতি বছরে জানুয়ারির ৪ তারিখ প্রবীর চট্টোপাধ্যায়-সহ বেশ কয়েকজনের নামে গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারি করা হয়।

 

 

Previous article‘এই দলের আমি মালিক’, কিউইদের বিরুদ্ধে সিরিজ জিতে বললেন হার্দিক
Next articleDipankar – Dolan : ‘মা’ হতে চান দোলন, কী উত্তর দিলেন দীপঙ্কর দে!