Sunday, November 9, 2025

মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রাফায়েল ভারানে !

Date:

Share post:

২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করলেন রাফায়েল ভারানে। যা জানার পর স্থম্ভিত গোটা বিশ্ব‌। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা এই ডিফেন্ডার ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য। খেলেছেন গত ডিসেম্বরে শেষ হওয়া কাতার বিশ্বকাপেও।

ফাইনালের পর ফ্রান্সের অধিনায়ক উগো লরিস অবসর ঘোষণা করেন । দেড় মাস পর আজ আচমকাই ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল ছেড়ে দেওয়ার কথা জানান তিনি।

ফ্রান্স জাতীয় দলে ভারানের অভিষেক ২০১৩ সালে। ৯ বছরের ক্যারিয়ারে মোট ৯৩টি ম্যাচ খেলেছেন তিনি। ২০১৮ বিশ্বকাপের পর ২০২১ সালে জিতেছেন উয়েফা নেশনস লিগ।

বয়স এখনো ত্রিশের ঘরে যায়নি বলে ২০২৬ বিশ্বকাপ দলে জায়গা করার পথ খোলা ছিল ভারানের। খেলতে পারতেন আগামী বছরের ইউরো চ্যাম্পিয়নশিপেও। তবে সব সম্ভাবনার পথ নিজেই বন্ধ করে দেন ইনস্টাগ্রামের ঘোষণায়, ‘আমাদের মহান দেশটিকে এক দশক ধরে প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জীবনের সেরা সম্মান। যতবারই নীল জার্সিটি পরেছি, আমি অসীম গর্ববোধ করেছি। বিষয়টি নিয়ে আমি কয়েক মাস ধরে ভেবেছি। সিদ্ধান্ত নিয়েছি, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেওয়ার এটিই সঠিক সময়।’

১৯৯৮ সালে জিনেদিন জিদানদের বিশ্বকাপ জয়ে অনুপ্রাণিত হওয়ার কথা স্মরণ করে ভারান লিখেছেন, ‘একজন শিশু হিসেবে আমার মনে পড়ে, ’৯৮–এর ফ্রান্স দল আর দলটির খেলোয়াড়েরা আমাদের বর্ণনাতীত অনুভূতির অভিজ্ঞতা দিয়েছিল। সেই নায়কদের মতো হওয়ার স্বপ্ন দেখেছিলাম আমি। এর ২০ বছর পর আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতাটি পেলাম, যেটা আমাকে সত্যিই গর্বিত করেছে। আমরা বিশ্বকাপ নিয়ে দেশে ফিরলাম। ওই সময়টা আমি কখনোই ভুলতে পারব না। ১৫ জুলাই ২০১৮—এই দিনটির প্রতিটি ক্ষুদ্র আবেগ এখনো আমি অনুভব করি, সেটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত।’
গত বছর ফ্রান্সের হয়ে আরেকটি বিশ্বকাপ ফাইনাল খেলেছেন ভারান। ১৮ ডিসেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে যায় ফ্রান্স।

তবে রানার্সআপ দলটিকে নায়কের বেশে বরণ করে নেওয়ায় ফরাসিদের ধন্যবাদ জানিয়েছেন ভারান, ‘সর্বশেষ ফাইনালে হেরে গিয়ে দেশে ফেরার পর আমাদের নায়কের মতো বরণ করা হয়েছে। আপনাদের প্রত্যেককে আমি হাজারো ধন্যবাদ জানাই। আপনাদের সঙ্গে থাকা মুহূর্তগুলো আমি মিস করব। তবে নতুন প্রজন্মের হাতে দল তুলে দেওয়ার এটিই সময়।’

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...