Sunday, May 4, 2025

তুঙ্গে কলেজিয়াম তরজা! বিচারপতি নিয়োগ ইস্যুতে কেন্দ্রকে তীব্র কটা*ক্ষ সুপ্রিম কোর্টের  

Date:

কলেজিয়াম বিতর্কে (Collegium Controversy) তুঙ্গে কেন্দ্র বনাম সুপ্রিম কোর্ট (Supreme Court) তরজা। শুক্রবার কারও নাম না করেই শীর্ষ আদালত সাফ জানিয়েছে, কোনও আক্রমণেই সুপ্রিম কোর্ট বিব্রত নয়। বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে ঠিকমতো কাজ করছে না কেন্দ্র, এমনই দাবি তুলে সুপ্রিম কোর্টে কেন্দ্রের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে বেঙ্গালুরুর অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশন (Bengaluru Advocates Association)। আর শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি এসকে কওল এবং বিচারপতি এএস ওকারের ডিভিশন বেঞ্চ মামলাটি শোনে। এরপরই অ্যাটর্নি জেনারেলের কাছে দেশের শীর্ষ আদালত জানতে চায়, গত ডিসেম্বরে ৫ বিচারপতির নাম সুপারিশ করা হয়েছিল। তবে ফেব্রুয়ারি মাস পড়লেও তাদের সুপ্রিম কোর্টে উন্নীত করা হল না কেন?

এই প্রশ্নের উত্তরে অ্যাটর্নি জেনারেল জানান, সুপারিশ করা বিচারপতিদের নামগুলি আপাতত রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। তাঁর অনুমোদন পেলেই আগামী রবিবারের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে হাইকোর্টের বিচারপতি নিয়োগের জন্য আরও কিছুটা সময় চেয়েছেন অ্যাটর্নি জেনারেল। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের কলেজিয়াম ব্যবস্থা নিয়ে গত কয়েক মাস ধরে বিচার বিভাগ এবং সরকারের মতানৈক্য চলছে। এর আগে কলেজিয়াম ব্যবস্থার বিরুদ্ধে মুখ খুলেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এই ব্যবস্থাটি স্বচ্ছ নয় এবং সাধারণ মানুষ এই ব্যবস্থার অবসান চান বলে একাধিক ক্ষেত্রে দাবি করেছেন কিরণ রিজিজু। শুধু তাই নয়, কলেজিয়াম ব্যবস্থার মাধ্যমে সুপ্রিম কোর্টে বিচারপতিদের নিয়োগের বিষয়টিও এখনও ঝুলে রয়েছে।

বৃহস্পতিবারই রাজ্যসভায় আইনমন্ত্রী জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের সুপারিশ করা ১৮ জন বিচারপতির নাম ফিরিয়ে দিয়েছে কেন্দ্র। এরই মধ্যে শুক্রবার বিচারপতি নিয়োগের বিষয়ে খোঁজ খবর নিল আদালত। সুপারিশ করা বিচারপতিদের নিয়োগ কবে করা হবে, সেই বিষয়ে জানতে চাওয়া হয় অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরমানির কাছে। কোনও তারিখ উল্লেখ না করলেও অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, ৫ বিচারপতিকে শীঘ্রই সুপ্রিম কোর্টে নিয়োগ করা হবে।

 

 

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version