Friday, August 22, 2025

সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর মনোনয়ন জমা ঘিরে ব্যাপক উৎসাহ

Date:

সাগরদিঘি বিধানসভা উপনির্বাচন আসন্ন।শুক্রবার তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায় বহরমপুরে জেলা প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দিলেন।মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়। ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, রাজ্যের মন্ত্রী আখরুজ্জামান, বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায় সহ একাধিক তৃণমূল বিধায়ক।

প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের তিনবারের বিধায়ক সুব্রত সাহার। সেই কারণে এই আসনে আগামী ২৭ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২ মার্চ ওই কেন্দ্রের ভোট গণনা। এই উপনির্বাচনে বামফ্রন্টের তরফ থেকে ঘোষণা করা হয়েছে তারা কংগ্রেস প্রার্থীকেই সাগরদিঘি উপনির্বাচনে সমর্থন করবে।

মনোনয়ন জমা দিয়ে তৃণমূল প্রার্থী বলেন,’ উন্নয়নকে হাতিয়ার করেই তৃণমূল কংগ্রেস সাগরদিঘি উপনির্বাচনে লড়াই করতে নেমেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে গত ১২ বছরে যে সব উন্নয়নমুখী কাজগুলো হয়েছে সেগুলোকেই আমরা মানুষের সামনে তুলে ধরব।’ তিনি বলেন,’ সাগরদিঘির মানুষের দীর্ঘদিনের দাবি ছিল সেখানকার ভূমিপুত্রকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করার। আমাদের দলনেত্রী সাগরদিঘির মানুষের সেই দাবি মেনে আমাকে তৃণমূলের প্রার্থী করেছেন।এখন সাগরদিঘির মানুষের দায়িত্ব মুখ্যমন্ত্রীকে এর প্রতিদান ফিরিয়ে দেওয়া।’

তিনি বলেন, বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে যা হয়েছে সেটা কোনও  ‘জোট’  নয়, আসলে ওটা ‘ঘোঁট ‘। ওদেরকে শুধুমাত্র ভোটের সময় দেখতে পাওয়া যায়। তৃণমূল কংগ্রেস সারা বছরই সাগরদিঘির সাধারণ মানুষের পাশে থাকে।

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version