Wednesday, January 14, 2026

বোমা বাঁধতে গিয়ে বিস্ফো*রণ! মর্মা*ন্তিক পরিণতি এক ব্যক্তির, ফিরহাদের নিশানায় বিজেপি

Date:

Share post:

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে ফের উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ চব্বিশ পরগণা। বোমা বাঁধার কাজ করতে গিয়েই চরম বিপত্তি। পুলিশ সূত্রে খবর, শনিবার বোমা বাঁধতে গেলে সেই বোমা আচমকা ফেটে যায়। উড়ে যায় বাড়ির চাল। দক্ষিণ চব্বিশ পরগণার বাসন্তী (Basanti) মোড়ের ৮ নম্বর তিতকুমার গ্রামের ভারতী মোড় এলাকার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় এক জনের মৃত্যু ও ২ জনের গুরুতর আহত হওয়ার খবর মিলেছে। তাঁদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করানো হয়েছে। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

পুলিশ সূত্রে খবর, শনিবার বাসন্তী থানা এলাকায় মনিরুল খান (Manirul Khan) নামে এক ব্যক্তির বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। আচমকাই সশব্দে ফাটে বোমা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ জনের। গুরুতর আহত হন ২ জন। আহতদের হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তবে হতাহতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। এদিকে দুর্ঘটনার পরই পলাতক বাড়ির মালিক মনিরুল। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

তবে কে বা কারা ওই বোমা বাঁধার নির্দেশ দিয়েছিল আহতদের জেরা করে তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে পুলিস এসে ওই ঘর সহ বেশকিছুটা জায়গা ঘিরে দেয়। কী ধরনের বিস্ফোরক ওই জায়গায় হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে বিস্ফোরণ নিয়ে মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) অভিযোগ, রাজ্যকে অশান্ত করার জন্য বিজেপি বিভিন্ন জায়গা থেকে দুষ্কৃতীদের এনে অশান্তি করছে। বিজেপি বাংলায় বোম-বারুদ ঢোকাচ্ছে। এরাজ্য বোমা-বারুদের জায়গা নয়। তৃণমূল হিংসায় বিশ্বাস করে না। যেখানে দুই সম্প্রদায় রয়েছে সেথানে ডিভাইড অ্যান্ড রুল(Divide and Rule) নীতি চালাচ্ছে।

 

 

spot_img

Related articles

উৎসবমুখর দেশবাসী, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

  একদিকে মকর সংক্রান্তি, অন্যদিকে পোঙ্গল, সাথে জুটি বেঁধেছে মাঘ বিহু, সবমিলিয়ে বিবিধের মাঝে যেন মহামিলন! এই উপলক্ষে বাংলার...

অর্ঘ্য সেনের প্রয়াণ অপূরণীয় ক্ষতি, রবীন্দ্রসঙ্গীত শিল্পীর মৃত্যুতে সোশ্যালমিডিয়া পোস্ট মুখ্যমন্ত্রীর 

বাংলার সাংস্কৃতিক জগতে নক্ষত্রপতন। বুধের সকালে প্রয়াত কিংবদন্তি শিল্পী অর্ঘ্য সেন (Arghya Sen)। ৯০ বছর বয়সে রবীন্দ্র সংগীত...

কামারেড্ডি জেলায় আরও ২০০ পথকুকুরকে লিথাল ইঞ্জেকশন, মামলা দায়ের পুলিশে 

চলতি সপ্তাহেই তেলঙ্গানার কামারেড্ডি জেলায় ৫০০ কুকুরকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। এবার আরও ২০০ পথকুকুরকে লিথাল...

বিবি গাঙ্গুলি স্ট্রিটে আসবাবের দোকানে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ

বুধবারের ব্যস্ত সকালে শহর কলকাতায় অগ্নিকাণ্ড। বিবি গাঙ্গুলি স্ট্রিটে একাধিক আসবাবের দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে (fire...