রিলিজের পর থেকেই রেকর্ডের সুনামি সৃষ্টি করেছে শাহরুখ খানের (Shahrukh Khan)’পাঠান’ (Pathan)। ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল বলি বাদশার কামব্যাক ছবি ‘পাঠান’। সিনেমা হল ভরিয়ে ইতিহাস তৈরি করেছে যশরাজ ফিল্মস-এর (YashRaj Fims)এই ছবি। প্রতিদিন প্রায় ১০০ কোটির কাছাকাছি পৌঁছে যাওয়ার খবর প্রকাশ্যে এসেছে। ভারতীয় সিনেমা (Indian Cinema) তো বটেই কিং খানের ফিল্মি কেরিয়ারেও এই ছবি প্রথম তিনদিনের কালেকশনে নয়া নজির গড়ে ফেলেছে। হিসেব বলছে ৭০০ কোটি পেরিয়ে গেছে বক্স অফিস কালেকশন (Box Office Collection)। কিন্তু কিং খান বলছেন এই তথ্য ভুল!
সবাই যখন হিসেব মিলিয়ে উঠতে পারছেন না তখন শাহরুখ জানান,”ভালবাসা ৫ হাজার কোটি ছাড়িয়ে গিয়েছে, ৩ হাজার কোটি প্রশংসা, ৩২৫০ কোটি হাগ, ২০০০ কোটি হাসি এখনও গণণা চলছে। তোমার অ্যাকাউনটেন্ট কী বলছে?” স্বাভাবিক ভাবেই নেটিজেনরা মুগ্ধ শাহরুখের রসবোধে।
