Thursday, August 21, 2025

ভয়াবহ দুর্ঘটনার (Massive Accident) কবলে যাত্রীবোঝাই বাস (Passenger Bus)। পশ্চিম মেদিনীপুরের ডেবরার (Debra) বালিচকে দুর্ঘটনাটি ঘটে। শনিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি উলটে যায়। দুর্ঘটনায় কমবেশি ১০ যাত্রী আহত হয়েছেন। জানা গিয়েছে, সবংয়ের (Sabang) কাটাখালী থেকে পূর্ব মেদিনীপুরের তমলুকের (Tamluk) দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। এদিন সকালে ডেবরার বালিচকের কাছে একটি ইলেকট্রিক পোস্টে (Electric Post) ধাক্কা মারে যাত্রীবোঝাই বাসটি। তারপরই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে যায়।

তবে অত্যন্ত দ্রুত গতিতে থাকার কারণে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনায় বাসে থাকা যাত্রীদের বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে বাস দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে উদ্ধার কাজে হাত লাগান। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে ইতিমধ্যে অন্যত্র সরানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোর সাড়ে পাঁচটার সময় এই দুর্ঘটনাটি ঘটে। দ্রুত গতিতে আসার সময় রাস্তা থেকে যাত্রীবোঝাই বাসটি একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মেরে খালে উল্টে যায়। বাসে ১৫-২০ জন যাত্রী ছিলেন। তাঁরা পিছনের দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসেন। এলাকাবাসীরা উদ্ধার কাজে হাত লাগান। তবে বাসের চালক মদ্যপ অবস্থায় ছিলেন। তবে বাসটি কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল তা খতিয়ে দেখছে পুলিশ।

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version