কলকাতা বিমানবন্দরে যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার ৪ রাউন্ড কার্তু*জ! প্রশ্নের মুখে নিরাপত্তা  

কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, শুক্রবার রাত ৮টা ১৫ নাগাদ এয়ার এশিয়ার বেঙ্গালুরুগামী বিমান ধরার জন্য এক যাত্রী বিমানবন্দরে আসেন। ওই যাত্রীর হ্যান্ড ব্যাগ পরীক্ষার সময়ই তাতে ধাতব কিছুর উপস্থিতি ধরা পড়ে। এরপরই ব্যাগ খুলে তল্লাশি করতে গিয়ে চার রাউন্ড কার্তু*জ নজরে আসে।

কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) থেকে ফের উদ্ধার কার্তু*জ। ঘটনায় এক যাত্রীকে (Passenger) আটক করেছে সিআইএসএফ (CISF)। তবে ওই যাত্রীর ব্যাগে কেন কার্তুজ ছিল, সেই কার্তুজ নিয়ে তিনি কোথায় যাচ্ছিলেন তা এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছেন সিআইএসএফ আধিকারিকরা। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই বিমানবন্দরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, শুক্রবার রাত ৮টা ১৫ নাগাদ এয়ার এশিয়ার বেঙ্গালুরুগামী (Bengaluru) বিমান ধরার জন্য এক যাত্রী বিমানবন্দরে আসেন। ওই যাত্রীর হ্যান্ড ব্যাগ পরীক্ষার সময়ই তাতে ধাতব কিছুর উপস্থিতি ধরা পড়ে। এরপরই ব্যাগ খুলে তল্লাশি করতে গিয়ে চার রাউন্ড কার্তুজ নজরে আসে। তবে ওই কার্তুজ ব্যাগে কীভাবে এল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পাশাপাশি ওই ব্যক্তি বিমানবন্দরে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

তবে পরে পুলিশি জেরার মুখে ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি মাকে নিয়ে বেঙ্গালুরুতে যাচ্ছিলেন। তবে এই ঘটনা প্রথম নয়, এর আগেও বিভিন্ন সময়ে কলকাতা বিমানবন্দরে একাধিক চাঞ্চল্যকর বিষয় সামনে আসে। গত বছর সেপ্টেম্বর মাসেই বিমানবন্দরে কার্তুজ নিয়ে ধরা পড়েছিলেন একজন। ছ’মাস কাটতে না কাটতেই সেই একই ঘটনার পুনরাবৃত্তি।