Friday, November 28, 2025

পঞ্চায়েত ভোটে তৃণমূলের মুখ কারা? মডেল তুলে ধরলেন অভিষেক

Date:

Share post:

আগেই জানিয়েছিলেন নতুন তৃণমূলের কথা। বলেছিলেন, মানুষের পাশে থেকে যাঁরা কাছ করবেন, তাঁরাই আগামী দিনে প্রার্থী হবেন। শনিবার, কেশপুরের আনন্দপুরের কানায় কানায় পূর্ণ জনসভা থেকে ফের সেই বার্তা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সাফ জানালেন, কোনও ‘দাদা’র তল্পিবাহক হয়ে পঞ্চায়েত ভোটে প্রার্থী হওয়া যাবে না। যাঁরা সৎ-স্বচ্ছ্ব ভাবমূর্তির মানুষ, তাঁদেরই পাশে থাকবে তৃণমূল। তাহলে কারা হবেন আগামী দিনে তৃণমূলের মুখ? তাঁদের সামনে নিয়ে এলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একজন কোনও দলের কর্মী-সমর্থক নন। নেহাতই দিন আনা, দিন খাওয়া গ্রামবাসী। আর এক দম্পতি যাঁরা তৃণমূলের বুথ সভাপতি, পঞ্চায়েত সদস্যা হয়েও থাকেন মাটির বাড়িতে। বৃষ্টি হলে চাল দিয়ে জল পড়ে। তবু, আবাস যোজনায় টাকা নিচ্ছেন না তাঁরা। তাঁরাই আগামী পঞ্চায়েত নির্বাচনের নতুন তৃণমূলের মুখ-স্পষ্ট জানিয়ে দিলেন অভিষেক।

এদিন সভার শুরুতেই কড়া বার্তা দেন অভিষেক। জানান, নেতাদের রেষারেষিতে দলকে দুর্বল করলে ‘ওষুধ’ প্রয়োগ করা হবে। অভিষেক জানান, তিনি তৃণমূলের ‘পাহারাদার’। “কোন অঞ্চল সভাপতি কী করছে আমার নজরে আছে।“ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, “কয়েকজন নেতার কাজে দলের মাথা নত হলে তা সহ্য করব না।“ পঞ্চায়েত ভোটের প্রার্থী ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ও- জানিয়ে দেন অভিষেক। বলেন, মানুষ তৃণমূলকে যেভাবে দেখতে চায় সেটাই নতুন তৃণমূল। “পাহারাদারির দায়িত্বে আমি আছি। যাঁরা ভেবেছেন প্রার্থী হয়ে মানুষের কাজ করবেন না সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।“

এরপরেই অভিষেক মঞ্চে নিয়ে আসেন শেখ হোসিনুদ্দিনকে। পরিচয় দিয়ে বলেন, হোসিনুদ্দিনের কোনও রাজনৈতিক পরিচয় নেই। কিন্তু তিনি বলেছেন, তিনি আবাস যোজনায় টাকা নেবেন না। কারণ, যে টাকা দেওয়া হচ্ছে, তাতে বাড়ি হয় না। বাকি টাকা নিজের থেকে দিতে গেলে, তাঁর ছেলের লেখাপড়া, মেয়ের বিয়ে হবে না। তাই আবাস যোজনার টাকা ফিরিয়ে দিয়েছেন শেখ হোসিনুদ্দিন। তিনি একটি দোকানে কাজ করেন। হোসিনুদ্দিনের বাড়ির ছবি সভায় দেখান অভিষেক। বলেন, এঁরাই বাংলার মুখ। এটাই সততা। কিন্তু দিল্লি দেখাতে চাইছে বাংলার সব মানুষ দুর্নীতিগ্রস্ত। তৃণমূল সাংসদের কথায়, এই হোসিনুদ্দিনরাই আগামী দিনে পঞ্চায়েতে তৃণমূলের মুখ। এরপরেই মঞ্চ থেকে অভিষেক ঘোষণা করেন, হোসিনুদ্দিনের মেয়ের বিয়ের দায়িত্ব তাঁর।

এরপরেই অভিষেক মঞ্চে ডাকেন পঞ্চায়েত সদস্যা মঞ্জু দলবেরা ও তাঁর স্বামী বুথ সভাপতি অভিজিৎ দলবেরাকে। জানান, তাঁরাও জানান ছেলে-মেয়ের লেখাপড়ার জন্য টাকা প্রয়োজন। আবাসের টাকা তাঁরা নেবেন না। কারণ, বাড়ি করতে গেলে হাত শূন্য হয়ে যাবে। তাঁদের বাড়ির ছবিও সভায় দেখান অভিষেক। বলেন, এররকম সৎ মানুষই পঞ্চায়েতের মুখ। তিনি গর্বিত, যে তৃণমূলের এই ধরনের নেতা-কর্মী আছেন। দলবেরা দম্পতির বাড়ি তৈরির দায়িত্ব দলের।

অভিষেক সাফ জানান, তৃণমূলের করে খাওয়ার দিন শেষ। সৎভাবে মানুষের পাশে থেকে যাঁরা মাথা নীচু করে মানুষের কাজ করবেন, তাঁরাই দলে জায়গা পাবেন।

 

 

spot_img

Related articles

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ ছেলে...

তৃণমূলের উত্তর দিতে ব্যর্থ কমিশন! CCTV প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের দেওয়া সময় মেনেই দিল্লিতে কমিশন দফতরে শুক্রবার প্রশ্ন নিয়ে গিয়েছিলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। তৃণমূলের প্রশ্নের...

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা...

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...