Saturday, August 23, 2025

এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলা (Kolkata International Bookfair) শুরু পরে আজই ছিল প্রথম রবিবার। আর প্রত্যাশা ছাপিয়ে ভিড় মেলা প্রাঙ্গণে। বড়দের পাশাপাশি এদিন ছোটোদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাদের প্যাভিলিয়নগুলিতে ভিড় জমায় কচিকাচারা।

মাঘের শীত উধাও দক্ষিণবঙ্গে। তবে আন্তর্জাতিক ক্যালেন্ডার মেনে বইমেলা শুরু হয়েছে নির্দিষ্ট সময়েই। আর দুপুরের তাপ মেখেই বইমেলার প্রথম রবিবার বইপ্রেমী মানুষের গন্তব্য ছিল সেন্ট্রাল পার্ক (Central Park)। জমজমাট সব প্যাভেলিয়ান।

উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট লেখকরা। ’দে’জ’-এর প্যাভেলিয়নে নজরে পড়ল বিশিষ্ট সাহিত্যিক শংকর অর্থাৎ মণিশঙ্কর মুখোপাধ্যায়কে। নিজের নতুন বইয়ের পাঠকদের আবদার মতো অটোগ্রাফ বিলচ্ছিলেন তিনি।

’মিত্র-ঘোষ’-এ নতুন বইতে (Book) স্বাক্ষর দিচ্ছিলেন স্বয়ং লেখক প্রচেত গুপ্ত । ’জাগোবাংলা’-র স্টলে অনেকেই সংগ্রহ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের লেখা বই। ছিল ওই প্যাভেলিয়ানে দাঁড়িয়ে নিজস্বী তোলার হিড়িকও।

শহর-শহরতলির পাশাপাশি এদিন দূরদূরান্ত থেকেও অনেকে এসেছেন বইমেলায়। সারাদিনের মত তাদের আড্ডা জমেছে মেলা প্রাঙ্গনে। তবে চোখে পড়ার মতো ভিড় ছোটদের প্যাভিলিয়নে। যাঁরা বলেন, স্মার্ট ফোন আর কম্পিউটারের যুগে দুমলাটের বইয়ে শিশুদের আগ্রহ নেই, তাদের জন্য এদিন বইমেলার চিল্ডেনস প্যাভেলিয়ান একটি দৃষ্টান্ত। আজ বইমেলায় চিলড্রেনস ডে। আর সেই উপলক্ষ্যে নানা বইয়ের সম্ভার সাজিয়েছে অনেক প্রকাশনা সংস্থায়। সেগুলির উপর রীতিমতো দখলদারি চালাচ্ছে কচিকাঁচারা।

পত্রভারতীর ’কিশোর ভারতী’ পত্রিকার উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে সংবর্ধনা দেওয়া হচ্ছে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, সমরেশ মজুমদারের মতো বিশিষ্টদের। বইমেলার এ দিনের ভিড় আশা জাগিয়েছে প্রকাশকদের মনে। কোভিড-কাল কাটিয়ে অনেকে প্রথিতযশা ও নব্য সাহিত্যিক দেন বই প্রকাশ হয়েছে এই বইমেলাতে। প্রথম রবিবার তাই লেখক থেকে পাঠক, বইপ্রেমী থেকে নিজস্বী প্রেমীরা মাতিয়ে দিলেন কলকাতা আন্তর্জাতিক বইমেলা।

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version