ফের আইপিএল-এ প্রত্যাবর্তন সৌরভ গঙ্গোপাধ্যায়ের। রবিবার থেকে কলকাতায় শুরু হয়েছে দিল্লি ক্যাপিটালসের তিনদিনের শিবির। সেখানেই ফের পুরনো মেজাজে মহারাজ। আসন্ন আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে যুক্ত হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন যাদবপুর ক্যাম্পাসের মাঠে অনুশীলনে নামেন সরফরাজ খান, কমলেশ নাগারকোটি, যশ ঢুল্য, মুকেশ কুমাররা। সেখানেই উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ড ছাড়ার পর আইপিএলের ফ্রাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়েছেন সৌরভ।

এদিন টিডির থেকেও কোচের ভূমিকায় বেশি দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এদিনের অনুশীলনে ডাকা হয়েছিল বাংলার উইকেটরক্ষক অভিষেক পোড়েলকেও। দিল্লির হয়ে এবার আইপিএলে খেলতে পারবেন না ঋষভ পন্থ। তাঁর জায়গায় একজন উইকেটরক্ষক লাগবে দিল্লির। সেই কারণেই ডাকা হয় অভিষেক পোড়েলকে। এদিন ক্রিকেটারদের পরামর্শ দিতে দেখা যায় সৌরভকে।
এদিকে পন্থ না থাকায় দিল্লি দলের অধিনায়ক করা হবে ডেভিড ওয়ার্নারকে। এদিন এমনটাই জানালেন মহারাজ। তিনি বলেন, “আমরা অধিনায়ক ঠিক করে ফেলেছি। ঋষভ পন্থ না থাকায় দিল্লিকে নেতৃত্ব দেবেন ডেভিড ওয়ার্নার।

আরও পড়ুন:২০২৬ সালে বিশ্বকাপ খেলা নিয়ে কী বললেন মেসি?

