Wednesday, November 5, 2025

সিপিএম-বিজেপি কেউ কথা রাখেনি, এবারও ব্রু উদ্বাস্তু সমস্যায় উত্তাল ত্রিপুরা ভোট

Date:

আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। ৬০ আসন বিশিষ্ট উত্তর-পূর্বের এই রাজ্যে এবারও ভোটে মাথাচাড়া দিয়েছে ব্রু উদ্বাস্তু। প্রায় দু’দশক ধরে উদ্বাস্তু জীবন কাটানো অসহায় ব্রু উপজাতিদের পুনর্বাসনের দাবি নিয়ে ভোটের আগে ফের উত্তাল ত্রিপুরা।

জানা গিয়েছে, নির্বাচন কমিশন ব্রু উপজাতিদের আপাতত ত্রাণ শিবিরেই থাকতে বলেছে। ধীরে ধীরে ঘরছাড়া উদ্বাস্তুদের নিজের ঘরে ফিরিয়ে দেওয়া হবে। ভোটার তালিকায় নাম তোলার জন্যও বলা হয়েছে। এই উদ্যোগের ফলে রাজ্যে আশ্রিত ৬৩০০ ব্রু উপজাতি পরিবারের ২০ হাজার নতুন ভোটার পাবে ত্রিপুরা। এখনও পর্যন্ত ৭১৬৫ জনের নাম ভোটার তালিকায় রয়েছে।

গত জানুয়ারিতে ত্রিপুরা হাইকোর্ট বিজেপি পরিচালিত সরকারকে ব্রু উপজাতিদের ভোটাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছিল। ব্রু উপজাতির মানুষ গত ২৫ বছর ধরে এই অধিকারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছিলেন।

ব্রু, যাদের রিয়াং ল বলা হয়, তারা উত্তর-পূর্ব পার্বত্য এলাকায় ছড়িয়ে থাকা একটি আদিবাসী জনগোষ্ঠী। মিজোরাম, ত্রিপুরা এবং অসমের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আদি বসবাসকারী। ত্রিপুরায় এখন অধিকাংশ ব্রু উদ্বাস্তু শিবিরে থাকেন। মিজোরাম থেকে বিতাড়িত হয়ে জমিজিরেত, ঘরবাড়ি ছেড়ে তাঁরা আশ্রয় নেন ত্রিপুরায়। প্রায় ৩৫ হাজার উপজাতি মিজোরাম ছেড়ে উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর উদ্বাস্তু শিবিরে এসে আশ্রয় নেয়। ভোটে আসে ভোট যায়, প্রতিশ্রুতি থাকে প্রতিশ্রুতিতেই….! কেউ কথা রাখে না। কথা রাখেনি সিপিএম, কথা রাখছে না বিজেপিও।

আরও পড়ুন:Entertainment : বিবাহ বিভ্রাট ! সোমবার সাতপাকে ঘোরা হবে না সিড -কিয়ারার

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version