করোনা মহামারির প্রবল পরাক্রম থেকে মুক্ত হয়ে আবার নিজস্ব ছন্দে স্পন্দিত হয়ে উঠেছে জীবন। সেই গতিময়তাকে উদযাপন করতেই ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো ‘উদিচী’র বার্ষিক মিলন উৎসব।
পানিহাটি লোকসংস্কৃতি ভবনে সৃজনশীল নৃত্যের তাল লয় ছন্দে মাতলেন শ্রোতা ও দর্শকরা।
সংস্থার প্রধান অর্পিতা ঘোষালের পরিচালনায় এবং সহ শিক্ষক শিবাজী ঘোষের প্রচেষ্টায় সংস্থার ছাত্র ছাত্রীদের একের পর এক উপস্থাপনা নজর কাড়ল সবার। কী ছিল না সেই উপস্থাপনায় ?
মহাভারতের অন্যতম বিতর্কিত চরিত্র দ্রৌপদীর বিভিন্ন মুহূর্তের চিত্র শৈলী নিখুঁত দক্ষতায় নৃত্যের মাধ্যমে উপস্থাপিত করলেন অর্পিতা ঘোষাল। তাকে সমান তালে সঙ্গত করলেন সংস্থার শিক্ষার্থীরা।
‘উদিচী’র এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন সবাই।