Saturday, August 23, 2025

তুরস্কের জোড়া ভূমিকম্পে বলি সিরিয়াতেও!দু’দেশে মৃতের সংখ্যা অন্তত ৫০০

Date:

তুরস্কের ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেল। সোমবার ভোরবেলায় জোড়া ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক। সিরিয়া সীমান্তে তুরস্কের গাজিয়ানটেপ এলাকা ভূমিকম্পের উৎসস্থল হলেও তীব্র কম্পন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দেশ সিরিয়াতেও (Syria)। ফলে সেখানেও অজস্র মানুষের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।

আরও পড়ুন:বিরলতম সাজা! তুরস্কের ধর্মগুরু আদনানের ৮ হাজার ৬৫৮ বছরের জেল
সিরিয়ার আধিকারিকরা জানিয়েছেন, দেশের সরকার অধিকৃত এলাকাগুলিতে এখনও পর্যন্ত ১১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভূমিকম্পের ফলে ১৪০টি বাড়ি ভেঙে পড়েছে। এই ধ্বংসস্তূপের তলায় বহু মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।ফলে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনও পর্যন্ত ৪২০ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

জানা গেছে, সিরিয়ার সীমান্তবর্তী এলাকাগুলিতে মূলত উদ্বাস্তু পরিবারের বাস। তাঁরা বেশিরভাগই তাঁবু এবং অস্থায়ী ছাউনি তৈরি করে বসবাস করেন। তাঁদের অনেকেই প্রাণ হারিয়েছেন ইতিমধ্যেই। যাঁরা বেঁচে গেলেন কোনও মতে, ভয়ঙ্কর এই ভূমিকম্প তাঁদের মাথা গোঁজার আশ্রয়টুকুও কেড়ে নিয়েছে বলে জানা যাচ্ছে।

গাজিয়ানতেপ প্রদেশের গভর্নর দাভুট গুল টুইটারে শোকপ্রকাশ করে লিখেছেন, ‘‘আমাদের শহরে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। আপনারা শান্ত থাকুন। বাড়ির বাইরে অপেক্ষা করুন। এই পরিস্থিতিতে গাড়ি চালাবেন না। দয়া করে রাস্তায় ভিড় করবেন না।’’

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version