আবার কি বার্সেলোনায় ফিরছেন লিওনেল মেসি? তেমনটা ইঙ্গিত পাওয়া গেল পিএসজির সহকারি কোচ তথা ক্রীড়া পরামর্শদাতা লুইস কাম্পোসের কথায়। তিনি এক সাক্ষাৎকারে বলেন, চুক্তি বাড়ানোর জন্য মেসির সঙ্গে কথা চলছে। আমরা আমাদের কাজটা করব। তারপরে বাকিটা মেসির সিদ্ধান্ত।

এই বিষয়ে কাম্পোস জানিয়েছেন, “চুক্তি বাড়ানোর জন্য মেসির সঙ্গে কথা চলছে। ওকে আমরা রাখতে চাই। তাই এই বিষয়ে লুকিয়ে রাখার কিছু নেই। আমরা আমাদের কাজটা করব। তারপরে বাকিটা মেসির সিদ্ধান্ত। ওর উপর জোর করে কিছু চাপিয়ে দিতে পারি না।”
বেশ কিছুদিন ধরেই একটি জল্পনা চলছে পুরোন ক্লাব বার্সেলোনায় ফিরতে পারেন লিও। শোনা যায় বার্সেলোনা মেসিকে পেতে আগ্রহ দেখিয়েছে। বিশেষ করে জাভি দলের কোচ হওয়ার পর থেকে সেই চাহিদা বেড়েছে। দীর্ঘদিন একসঙ্গে খেলার সুবাদে জাভির সঙ্গে খুব ভাল সম্পর্ক মেসির।

আরও পড়ুন:কেরিয়ার শেষ করে দেওয়ার হু*মকি প্রাক্তন স্ত্রীর! আদালতের দ্বারস্থ ধাওয়ান
