Saturday, December 6, 2025

রবির পরে সোমেও ধাক্কা পদ্ম শিবিরে, ফেসবুকে পোস্ট করে বিজেপি ছাড়লেন কাঞ্চনা

Date:

Share post:

পর দুদিন। শক-আফটার শক। রবিবারের পরে ফের সোমবার ধাক্কা পদ্মশিবিরে। আলিপুরদুয়ারে বিধায়ক সুমন কাঞ্জিলালের (Suman Kanjilal) দল ছাড়া ২৪ঘণ্টার মধ্যেই বিজেপি (BJP) ছাড়ার কথা জানালেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র (Kanchana Moitra)। সোমবার, নিজের ফেসবুক পেজে সেই সিদ্ধান্তের কথা জানান কাঞ্চনা। বিজেপি সূত্রে খবর, এদিন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে হোয়াটসঅ্যাপে (WhatsApp) দল ছাড়ার সিদ্ধান্ত জানান তিনি।

কেন এই গেরুয়া রং ত্যাগ? স্যোশাল মিডিয়া পোস্টে (Post) কাঞ্চনা লেখেন,
‘‘কাজ ও পরিবারকে সময় দিতে চাই। তাই দল ও রাজনীতিকে আপাতত বিদায় জানালাম।” কিন্তু এটাই কি শুধু কারণ? কাঞ্চনার নীরবতাই অনেক কথার ইঙ্গিত দিচ্ছে। রবিবারই বিধায়ক সুমন কাঞ্জিলাল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতে কাঞ্চনার এই সিদ্ধান্ত পদ্ম শিবির ধাক্কা। তবে, পদ্ম ছেড়ে কাঞ্চনা জোড়াফুলে যোগ দেবেন কি না, সে বিষয়ে স্পষ্ট করেননি। রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে, দলের কোনও দায়িত্বে ছিলেন না অভিনেত্রী। শুধু যুক্ত ছিলেন সাংস্কৃতিক শাখায়। তাহলে পদ না পাওয়াই কি বিজেপি ছাড়ার কারণ!

২০১৯-র জুলাই ১২ জনের তারকা দলের সঙ্গে দিল্লি উড়ে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কাঞ্চনা। এরপরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও দেখা গিয়েছে তাঁকে। এর আগে বিজেপিতে গিয়ে বিমুখ দল ছেড়েছিলেন অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়। দলের বিরুদ্ধে বিষোদ্গার করেন তিনি। এখন তিনি তৃণমূলে চেনা মুখ। তবে, বিজেপির বিরুদ্ধে এখনও কোনও মন্তব্য করতে শোনা যায়নি কাঞ্চনাকে। শাসকদলে যোগ দেবেন কি না, স্পষ্ট করেননি তাও। তবে, তাঁর নিজের কথায়, আগামী দিনে কী হবে তা তিনি এখনই বলতে পারছেন না।

আরও পড়ুন- Nagaland: সময় বাকি মাত্র ২৪ ঘণ্টা, মনোনয়ন জমা পড়ল নামমাত্র

 

spot_img

Related articles

কলকাতা-লন্ডন বিমান ভাড়া কলকাতা-মুম্বইয়ের থেকে কম! হয়রানিতেও জুটল না বিশেষ ট্রেন

লক্ষ লক্ষ দেশবাসী গত ৭২ ঘণ্টার বেশি সময় ধরে দেশের নানা প্রান্তে বিপর্যস্ত। কারো বিয়ে, কারো পরীক্ষা আটকে...

বাংলাই দেখায় পথ: BLO মৃত্যুতে ক্ষতিপূরণের সিদ্ধান্তে বাধ্য হল কমিশন

বাংলায় মৃত্যু চার বিএলও-র। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৫ জন। গোটা দেশে ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে বিএলও...

চিহ্নিত ‘অযোগ্য’দের তালিকা, আদালতের নির্দেশে প্রকাশ এসএসসি-র

কলকাতা হাই কোর্টের নির্দেশে ফের এক তালিকা প্রকাশ এসএসসি-র। ২০১৬ এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের মধ্যে ‘অযোগ্য’ চিহ্নিতদের...

কাজ করার সময়ই অসুস্থ BLO: হাসপাতালে ভর্তির সংখ্যা আরও বাড়ল

এসআইআর-এর সময় সীমা বাড়ানো হোক। এই দাবিতে রাজ্যের সিইও দফতরের সামনে লাগাতার আন্দোলনে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। যেভাবে...