Saturday, November 15, 2025

বাজেটের আগে বিধানসভায় ওরিয়েন্টেশন ক্লাস অধ্যক্ষের, সমন্নয়হীন বিজেপি

Date:

Share post:

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে বিধানসভা ভবনে ওরিয়েন্টেশন ক্লাসের(Orientation Class) আয়োজন করেছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee)। সোমবার সেই ক্লাসেই দেখা গেল বিজেপির(BJP) দিশাহারা বিজেপির সমন্নয়হীনতার ছবি। বিধানসভায় এই অনুষ্ঠানে প্রবেশ করে বিজেপির কাউকে না দেখে সেখান থেকে তড়িঘড়ি বেরিয়ে অনুষ্ঠানকে তোপ দাগলেন বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। পরে বাকি বিজেপি বিধায়ক অনুষ্ঠানে যোগ দিলে চুপিসাড়ে প্রশিক্ষন নিতে হাজির হলেন বঙ্কিম।

বিধানসভার নবনির্মিত প্ল্যাটিনাম জয়ন্তী ভবনের প্রেক্ষাগৃহে বিধায়কদকদের পরিষদীয় রীতিনীতি সম্পর্কে সদস্যদের আরও ভালোভাবে অবহিত করতে ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করা হয়েছিল সোমবার। সেখানেই চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ এসে সই করে অনুষ্ঠানে প্রবেশ করেন। তখনও বিজেপির অন্য কোনও সদস্য উপস্থিত হননি অনুষ্ঠানে। যা দেখে তড়িঘড়ি সেখান থেকে বেরিয়ে যান বঙ্কিম বাবু। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এই ধরনের কোর্সের কোনও মূল্য নেই। কারণ এখানে যা শেখানো হয়, তা বাস্তবে কখনও কার্যকরী হয় না। কিন্তু এর কিছুক্ষণ পরেই তিনি দেখতে পান, মনোজ টিগ্গা-সহ বিজেপির অন্যান্য বিধায়করা কোর্সে আসছেন। তিনি ফের তাঁদের সঙ্গে ভিতরে ঢুকে প্রশিক্ষণ নিতে শুরু করেন। অনুষ্ঠানের পরবর্তী পর্বে মনোজ টিগ্গার নেতৃত্বে বিজেপির ৫ বিধায়কই উপস্থিত ছিলেন। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির বিধায়কের এহেন ছেলেমানুষি আচরণ উপস্থিত সকলের হাসির খোরাকে পরিনত হয়। পাশাপাশি দলের পরিষদীয় নেতাদের মধ্যে ফের একবার সমন্বয়হীনতার ছবি মূল অনুষ্ঠানকে ছাপিয়ে প্রধান আলোচ্য বিষয় হয়ে ওঠে।

এদিনের ওরিয়েন্টেশন ক্লাসে অধ্যক্ষের পাশাপাশি বিশেষ আমন্ত্রিত হিসাবে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়। তিনি বিধায়কদের অধিকার ও সংসদীয় আচার আচরণের নানা খুঁটিনাটি সম্পর্কে অবহিত করেন। বিধানসভার স্বাধীকার রক্ষা কমিটি কী ভাবে কাজ করে, কী ভাবে প্রশ্ন করতে হয়, তা নিয়ে বিধায়কদের নানা প্রশ্নেরও তিনি জবাব দেন। অধক্ষ্য বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, সাম্প্রতিক কালে পরিষদীয় ব্যবস্থার ওপর আদালতের হস্তক্ষেপের প্রবণতা দেখা যাচ্ছে। যা কখনোই কাম্য নয়। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিরোধীদের যথেষ্ট সংখ্যক প্রশ্ন জমা নেওয়া হয়না বলে গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক অভিযোগ করেন । জবাবে অধ্যক্ষ্য বলেন, রাজ্য বিধানসভায় কখনোই পক্ষপাতমূলক আচরণ হয় না।বরং বিরোধীদের বেশি প্রশ্ন করার সুযোগ দেওয়া হয় । তবে মন্ত্রীরা অনেকে সঠিক ভাবে প্রস্তুত হয়ে আসেন না এবং সঠিক ভাবে প্রশ্নের উত্তর দিতে পারেন না বলে অধ্যক্ষ্য উষ্মা প্রকাশ করেন।

spot_img

Related articles

তৃতীয় দিনেই ম্যাচের সমাপ্তি! প্রশ্নের মুখে ইডেনের পিচ

ভারত দক্ষিণ আফ্রিকা(Ind vs Sa) প্রথম টেস্টের যবনিকা পতন হবে রবিবার সকলেই? বড় কোনও অঘটন না ঘটলে তৃতীয়...

দুর্নীতি নিয়ে মুখ খুলতেই দল বিরোধী! প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীসহ তিনজনকে সাসপেন্ড বিজেপির

বিজেপির তোষণের রাজনীতির সমালোচনা করলেই যে তিনি দলবিরোধী হবেন, দল হিসাবে এটাই বিজেপির নীতি। যা বারাবার প্রকাশ্যে এসেছে।...

বিহারের জয়ী ‘বাংলার ছেলে’! খুশি উত্তরপাড়ার ২৩ নম্বর ওয়ার্ড

বিহার বিধানসভা নির্বাচনের ফল গিয়েছে বিজেপি-নীতীশ জোটের পক্ষে। তা নিয়ে বঙ্গ রাজনীতিতেও বিপুল কাটাছেঁড়া চলছে। কিন্তু শুক্রবার নির্বাচনের...

বাগুইহাটি উড়ালপুলে উল্টে গেল সেনা বাস, অল্পের জন্য প্রাণরক্ষা ক্যাব চালকের

শহরের বুকে দুর্ঘটনার কবলে সেনা বাস। শনিবার সকালে রঘুনাথপুরের দিক থেকে কলকাতার দিকে যাওয়ার সময় বাগুইহাটি উড়ালপুলের (Baguiati...