বহুতলে নয়া আইন আনতে চলেছে রাজ্য

রাজ্যের পঞ্চায়েত এলাকাতে গড়ে ওঠা উপনগরি ও বহুতল আবাসনের বাসিন্দাদের সবরকম নাগরিক সুযোগ সুবিধা সুনিশ্চিত করতে রাজ্য সরকার আইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। বিধানসভার বাজেট অধিবেশনেই এই সংক্রান্ত বিষয়ে পুর আইনের একটি সংশোধনী আনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পরিষদীয় দফতর সূত্রে জানা গেছে। বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলার গ্রামীণ এলাকায় আধুনিক উপনগরী ও আবাসন তৈরি হচ্ছে। কিন্তু আইনগত জটিলতার কারনে সেখানকার বাসিন্দাদের শহর অঞ্চলের সমতুল নাগরিক পরিষেবা পেতে অসুবিধা হচ্ছে। এই সমস্যার নিষ্পত্তি করতেই পঞ্চায়েত ও পুর দফতরের কর্তারা আলোচনা করে আইনে কিছু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। কর ব্যবস্থার সরলীকরণ সহ একাধিক বিষয় আইনে সংযুক্ত করা হচ্ছে বলে জানা গেছে।যে সমস্ত জেলায় এই ধরনের উপনগরী গড়ে উঠেছে বা বহুতল তৈরি হয়েছে সে সব জেলার জেলাশাসকদের থেকে রিপোর্ট নিয়ে এই সংশোধনি তৈরি করা হয়েছে।

মঙ্গলবার বিধানসভায় বসছে সবর্দলীয় বৈঠক, ওই দিনই পরে কার্যবিবরণীর বৈঠক হওয়ার কথা।বিলটি কবে বিধানসভায় পেশ করা হবে সেখানেই তা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা।

আরও পড়ুন- বিজেপির জনবিরোধী নীতি আর সিপিএমের স*ন্ত্রাস: মহেশতলার সভা থেকে মনে করালন কুণাল

Previous articleমরু শহরে মন বিনিময় হবে বলিউডের এক তারকা জুটির
Next articleমৃত্যু*পুরী তুরস্ক–সিরিয়া, প্রবল ভূমিকম্পে নি*হত ২৫০০–র বেশি