Sunday, November 16, 2025

তৃণমূলই একমাত্র বিকল্প, বাংলার মডেলেই ত্রিপুরায় উন্নয়ন হবে: পরিবর্তনের ডাক অভিষেকের

Date:

সোমনাথ বিশ্বাস, আগরতলা: আগরতলায় পদযাত্রায় জনজোয়ার। সেই সমর্থনই বার্তা দিচ্ছে ত্রিপুরার মানুষ তৃণমূলের পাশে আছে। বাম-কংগ্রেস নয়, ত্রিপুরায় তৃণমূলই একমাত্র বিকল্প। কারণ বিজেপির বিরুদ্ধে আমরাই একমাত্র লড়ছি। মঙ্গলবার, রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে জনসভা থেকে এই বার্তায় দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, “যত মানুষ আজ পদযাত্রায় মানুষে পা মিলিয়েছেন, তাঁরা তৃণমূলকে (TMC) ভোট দিলেই বিজেপি ভোকাট্টা”।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, বিজেপির বিরুদ্ধে একমাত্র লড়াই করছে তৃণমূল। এরপরেই বাংলায় তৃণমূল সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন অভিষেক। তিনি স্পষ্ট জানান, তৃণমূল শুধু ভাষণ দেয় না, যে কথা দেয়, তা বাস্তবায়িত করে। এরপরেই তাঁর প্রশ্ন, বাংলা যদি পায়, ত্রিপুরা কেন পাবে না!

বিজেপিকে তুলোধনা করে অভিষেক বলেন, বিজেপির ডবল ইঞ্জিন মানে কেন্দ্রেও চুরি, রাজ্যেও চুরি। কোনও উন্নয়ন হয় না। শুধু বিরোধীদের উপর অত্যাচার। অভিষেক বলেন, কীভাবে তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকদের উপর ত্রিপুরায় অত্যাচার হয়েছে। তিনি অভিযোগ করেন, মিথ্যে মামলায় ফাঁসিয়ে তৃণমূলের কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এর প্রতিবাদে খোয়াই থানায় ১০-১২ঘণ্টা অবস্থান করেছিলেন অভিষেক।

এরপরেই ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জানান, ২০২১-এ ত্রিপুয়া গিয়ে তিনি বলেছিলেন বিপ্লব দেব হলেন বিগ ফ্লপ দেব। চাপের মুখে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী বদল করতে বাধ্য হয়েছে বিজেপি।

অভিষেক স্পষ্ট বার্তা দেন, যে কোনও প্রার্থীকে জোড়াফুলে ভোট দেওয়া মানে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ভোট দেওয়া। ত্রিপুরায় পরিবর্তনের সরকার প্রতিষ্ঠা করার ডাক দিয়ে অভিষেক বলেন, ত্রিপুরায় দুয়ারে গুন্ডা নয়, দুয়ারে সরকার হবে।

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version