ফোন হারিয়ে গিয়েছে বিরাটের, কেউ দেখেছে কি না জিজ্ঞেস করেছেন কোহলি, ভাইরাল টুইট

যদিও বিরাটের নতুন ফোন সত্যি চুরি হয়েছে নাকি এটি কোনো বিজ্ঞাপনের কৌশল? এবিষয় বিস্তারিত জানা যায়নি।

ফোন হারিয়ে গিয়েছে বিরাট কোহলির। হ‍্যাঁ ঠিকই শুনছেন। ফোন হারিয়ে গিয়েছে ভারতের প্রাক্তন অধিনায়কের। টুইট করে আবার নিজেই জানিয়েছেন একথা। বৃহস্পতিবার থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। সেই প্রস্তুতিতেই ব‍্যস্ত দুই দলের ক্রিকেটাররা। আর তারই মাঝে টুইট করে বিরাট জানান ফোন হারিয়ে গিয়েছে তাঁর। কেউ দেখেছে কি না জিজ্ঞেস করেছেন বিরাট। তাঁর এই পোস্টের পরেই মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় টুইটটি। যদিও বিরাটের নতুন ফোন সত্যি চুরি হয়েছে নাকি এটি কোনো বিজ্ঞাপনের কৌশল? এবিষয় বিস্তারিত জানা যায়নি।

মঙ্গলবার বিরাট টুইট করে লেখেন, “মোবাইল ফোন বাক্স খুলে বার করার আগেই হারিয়ে গিয়েছে। এর থেকে দুঃখের আর কী হতে পারে? কেউ কী দেখেছেন আমার ফোন?”

মঙ্গলবার সকাল ১০.৩৪ মিনিটে টুইট করেন বিরাট। তবে তাঁর এই পোস্ট দেখে অনেকে মনে করছেন এটা বিজ্ঞাপনী চমকও হতে পারে।

আরও পড়ুন:অবশেষে স্বস্তি , খোঁজ মিলল তুরস্কের ধ্বং*সস্তূপে আটকে থাকা ফুটবলারের

 

 

Previous article“একটু পেলে, হাজার গুন দেবো”, ত্রিপুরায় ভোট প্ৰচারে বাংলার উন্নয়ন তুলে ধরলেন মমতা
Next articleপ্রকাশিত JEE মেইনের ফল