অবশেষে স্বস্তি , খোঁজ মিলল তুরস্কের ধ্বং*সস্তূপে আটকে থাকা ফুটবলারের

ভুমিক*ম্পের পর খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে মঙ্গলবার শেষ পর্যন্ত উদ্ধার করা গিয়েছে তাঁকে। চোট রয়েছে আতসুর।

অবশেষে খোঁজ মিলল ক্রিশ্চিয়ান আতসুর। গত সোমবার তুরস্কে ভয়াবহ ভুমিক*ম্পের পর খোঁজ পাওয়া যাচ্ছিল না আতসুর। ইংল্যান্ডের দুই ক্লাব বড় ক্লাব চেলসি এবং নিউক্যাসলে খেলেছেন তিনি। ভুমিক*ম্পের পর খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে মঙ্গলবার শেষ পর্যন্ত উদ্ধার করা গিয়েছে তাঁকে। চোট রয়েছে আতসুর।

এই নিয়ে তুরস্কের এক সাংবাদিক বলেন,”ক্রিশ্চিয়ান আতসু জীবিত। তাঁকে উদ্ধার করা হয়েছে। ভূমিক*ম্পের পর ধ্বং*সস্তূপের মধ্যে আটকে পড়েছিলেন তিনি। শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাঁর। ডানপায়ে চোট রয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আতসুকে।”

তবে আতসুকে পাওয়া গেলেও এখনও খোঁজ চলছে হাতাস্পার ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর তানের সাভুটের। ধ্বং*সস্তূপের মধ্যেই তিনি আটকে আছেন বলে মনে করা হচ্ছে।

সোমবার তুরস্কে ভয়াবহ ভুমিক*ম্প হয়। এখনও পর্যন্ত এই ভূমিক*ম্পের জেরে প্রায় ৪০০০ হাজারেরও বেশি মানুষের মৃ*ত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় অনুযায়ী ভোরে ৪টে নাগাদ কেঁপে ওঠে তুরস্ক এবং সিরিয়ার বিস্তীর্ণ এলাকা।

আরও পড়ুন:স্টিফেনেই ভরসা লাল-হলুদের, বাড়তে চলেছে চুক্তি : সূত্র

 

 

 

Previous articleডাবল ইঞ্জিন দিল্লি শেষ করেছে, ত্রিপুরাও শেষ করবে! বিজেপিকে তোপ মমতার, বাম-কংগ্রেসকেও কটাক্ষ
Next article“একটু পেলে, হাজার গুন দেবো”, ত্রিপুরায় ভোট প্ৰচারে বাংলার উন্নয়ন তুলে ধরলেন মমতা