Monday, August 25, 2025

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাহুলের মন্তব্য মানহানিকর, শাস্তির দাবিতে স্পিকারের দ্বারস্ত বিজেপি

Date:

আদানি ইস্যুতে মঙ্গলবার লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) একহাত নেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। রাহুলের বক্তব্যের জেরে রীতিমতো শোরগোল শুরু হয় জাতীয় রাজনীতিতে। এবার রাহুলের মন্তব্য প্রধানমন্ত্রীর জন্য ‘অপমানজনক’ দাবি করে তাঁর শাস্তির দাবিতে স্পিকারের(Speaker) দ্বারস্ত হল বিজেপি(BJP)। বিজেপির দাবি, রাহুল যা বলেছেন তা ‘অবমাননাকর এবং অশালীন’।

রাহুলের এহেন মন্তব্যের পর তাঁর শাস্তির দাবি জানিয়ে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে চিঠি লিখেছেন লোকসভার স্পিকার ওম বিড়লাকে। তাঁর দাবি, রাহুল কক্ষকে বিভ্রান্ত করেছেন এবং কোনও প্রমাণ ছাড়াই মোদিকে (PM Modi) ‘পুঁজিবাদী’ বলে তোপ দেগেছেন। তাঁকে লিখতে দেখা গিয়েছে, ‘রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপন করার সময় রাহুল গান্ধী লোকসভায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে বিবৃতি রেখেছেন তা যাচাইবিহীন, অপরাধমূলক এবং মানহানিকর।’ এই ধরনের মন্তব্যকে ‘অসংসদীয়’ বলেও তোপ দাগেন তিনি। পাশাপাশি তাঁর মতে, রাহুল যে ধরনের কথা বলেছেন তা কক্ষের মর্যাদাকে ক্ষুণ্ণ করে। এই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে পদক্ষেপের আরজি জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে আদানি ইস্যুতে প্রধানমন্ত্রীর দিকে অভিযোগের আঙুল তুলে রাহুল বলেন, “২০১৪ সালের আগে গৌতম আদানি বিশ্বের ধনীদের তালিকায় ৬০৯ নম্বরে ছিলেন। কিন্তু মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পরই কী যে জাদু হল, আদানি দু’নম্বরে পৌঁছে গেলেন। আমি তো বুঝতেই পারি না, সব ব্যবসাতেই আদানি ঢুকে পড়েন কী করে? আমি সরকারের থেকে মোদি ও আদানির মধ্যে কী সম্পর্ক কী তা জানতে চাই।” রাহুলের বক্তব্যের সময় সংসদে ব্যাপক শোরগোল করতে দেখা যায় শাসক দলের সাংসদদের। এই ঘটনাতেই এবার রাহুলের শাস্তি চেয়ে স্পিকারকে চিঠি লিখল বিজেপি।

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version