Wednesday, August 27, 2025

বইমেলায় অগ্নিকাণ্ড রুখতে পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। কলকাতা বইমেলা (Kolkata International Bookfair) প্রাঙ্গণে আর আগুন জ্বেলে আর রান্না করা যাবে না। কলকাতা পুরসভায় স্টলে একটি অনুষ্ঠানে একথা জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি বলেন, এখন থেকে বইমেলার মধ্যে আর আ*গুন জ্বেলে রান্না করা যাবে না। মেলার বদলে বিধাননগর সুইমিং পুল চত্বরে রান্না করা যাবে। তার জন্য ওই পুল খুলে দেওয়া হয়েছে। খাবারের স্টল মালিকরা সেখানে রান্না করে সেই খাবার মেলায় এনে বিক্রি করতে পারবেন। তবে স্টলের মধ্যে শুধু খাবার গরম রাখার ব্যবস্থা থাকবে। এবারের বইমেলা থেকেই এই ব্যবস্থা চালু হয়ে গেল মেলা প্রাঙ্গণে।

বইমেলায় ঘুরে মুখরোচক খাবারে কামড় বসাতে চান অনেকেই। চা-কফিতে গলা ভেজানোর সংখ্যা আরও বেশি। কিন্তু কয়েক দশক আগে বইমেলায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা এখন তাজা বইপ্রেমীদের মনে। ১৯৯৭ সালের ৩ ফেব্রুয়ারি সেই আগুনের গ্রাসে একের পর এক প্যাভেলিয়ন পুড়ে ছাই হয়ে যায়। ভয়াবহতার জেরে যতীন শীল নামে এক দর্শনার্থীর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। তিনদিন পরে তৎকালীন রাজ্য সরকার ও উদ্যোক্তাদের উদ্যোগে ফের নতুন করে বইমেলা শুরু হয়। দমকলের তরফ থেকে অভিযোগ ছিল, একটি ফুডস্টলের গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। এরপর থেকেই মেলার মাঠে আগুন জ্বালানো ও ধূমপান নিষিদ্ধ হয়। মেলাপ্রাঙ্গনের এক কোণে ফুড স্টলগুলিকে (Food Stall)জায়গা দেওয়া হয়। এবার মেলার অঞ্চলেই রান্না বন্ধ করে দেওয়া হল।

 

Related articles

গণেশ চতুর্থীর সকালে খাঁড়া হাতে আগুন জ্বালালেন ‘রঘু রাজা’ দেব

পুজোয় সিনেপর্দা কাঁপাতে দোর্দণ্ডপ্রতাপ রঘু ডাকাতের (Raghu Dakat) আগমন সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু অনুরাগীদের কাছে নয়া মেজাজে ধরা...

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...
Exit mobile version