Saturday, May 3, 2025

সুপ্রিম মন্তব্যে উত্তাল সিকিম! ১২ ঘণ্টা ধর্মঘটের জেরে বিপাকে পর্যটকরা  

Date:

নেপালি সম্প্রদায় প্রসঙ্গে সুপ্রিম কোর্টের (Supreme Court of India) মন্তব্যকে ঘিরে উত্তাল সিকিম (Sikkim)। আর সেকারণেই বুধবার ১২ ঘণ্টা ধর্মঘটের ডাক জয়েন্ট অ্যাকশান কাউন্সিলের (Joint Action Council)। আর সেই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে সমস্ত রাজনৈতিক দল। বুধবার ১২ ঘণ্টা বন্ধের জেরে চরম বিপাকে পড়েছেন পর্যটকরা। এদিন সকাল থেকেই বন্ধ যান চলাচল। পাশাপাশি খোলেনি কোনও দোকানপাট। বন্ধে ছাড় মিলছে না পর্যটকদের গাড়িতেও (Tourist Car)। বুধবার সিকিম বেড়াতে গিয়ে শিলিগুড়িতেই (Siliguri) আটকে পড়েছেন শতাধিক পর্যটক। পাশাপাশি যাদের সিকিম থেকে আজই ফেরার ট্রেনের টিকিট রয়েছে তাঁরাও বেজায় সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এদিকে সকাল থেকেই সিকিমের একাধিক জায়গায় ব্যাগপত্র নিয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন বহু মানুষ। কেউ কেউ আবার সিকিমে পৌঁছে হোটেলে বন্দি, কিছুতেই বাইরে বেরতে পারছেন না। সব মিলিয়ে প্রবল সমস্যায় পর্যটকরা। কিন্তু কতক্ষণে ধর্মঘট উঠবে, কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, সেই অপেক্ষায় পর্যটকরা। জানা গিয়েছে, সকাল ৬ থেকে সন্ধে ৬ টা পর্যন্ত চলবে ধর্মঘট অর্থাৎ বিকেল ৬ টার পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হবে পরিস্থিতি। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক আদৌ হবে কী না তা নিয়ে উঠছে প্রশ্ন।

সম্প্রতি সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানায়, সিকিমের নেপালিরা ‘বিদেশি বংশোদ্ভূত’। তাতেই উত্তপ্ত সে রাজ্যের পরিস্থিতি। এই পর্যবেক্ষণ সংশোধনের জন্য সর্বোচ্চ আদালতে আবেদন করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। বৃহস্পতিবার বিধানসভায় জরুরি অধিবেশনের ডাক দিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। সুপ্রিম কোর্টের এই মন্তব্যের প্রতিবাদেই আজ ১২ ঘণ্টার সিকিম ধর্মঘটের ডাক দিয়েছে জয়েন্ট অ্যাকশন কাউন্সিল। তবে ধর্মঘটের কথা আগে থেকে জানতে পারেননি অধিকাংশ পর্যটকই। তাই বেজায় বিপাকে পড়েছেন তাঁরা। বাগডোগরা বিমানবন্দর, এনজেপি রেল স্টেশন থেকে কোনও গাড়ি যাচ্ছে না সিকিমে।

 

 

Related articles

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...
Exit mobile version