Wednesday, August 27, 2025

বৃহস্পতিবার আইএসএল-এর ম‍্যাচে জামশেদপুর এফসির কাছে আটকে যায় এটিকে মোহনবাগান। একাধিকবার সুযোগ তৈরি করেও গোলের দরজা খুলতে পারেনি বাগান ব্রিগেড। যার ফলে গুরুত্বপূর্ণ ম‍্যাচে মাত্র এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল জুয়ান ফেরান্দোর দলকে। আর এতেই হতাশ বাগান কোচ। ম‍্যাচ শেষে দলের চোট আঘাতকেই ব‍্যর্থতার কারণ হিসাবে তুলে ধরলেন তিনি।

ম‍্যাচ শেষে জুয়ান বলেন,”হুগো বৌমোসের হ্যামস্ট্রিং সমস্যা রয়েছে। ওকে খেলানোর অনেক চেষ্টা করা হয়েছিল। ম্যাচের আগে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হয়েছিল। কিন্তু ওর পক্ষে খেলা মোটেই সোজা ছিল না। কার্লেরও কুঁচকিতে চোট লেগেছে। এসব ফুটবলের অঙ্গ। এগুলো আটকানো আমাদের হাতে নয়। আমরা খুবই হতাশ। দলের সময়টা মোটেই ভাল যাচ্ছে না। মানসিক ভাবেও দলের অনেকে ভেঙে পড়েছে।”

জামশেদপুর এফসির বিরুদ্ধে গোলশূন‍্য ড্র। লিগ টেবিলে যারা অনেক নিচে। এই ম‍্যাচে আটকে যাওয়া নিয়ে বাগান কোচ বলেন,” গায়েগো, দিমিত্রি, কিয়ান— আজ কেউই গোল করতে পারেনি। তাই জেতাও সম্ভব ছিল না। এর একটাই সমাধান, আমাদের আরও পরিশ্রম করতে হবে। একে অপরকে সাহায্য করতে হবে। আমাদের হাতে তিন দিন সময় আছে। কঠিন সময়ে পরিশ্রম করে যাওয়া ছাড়া আর কোনও উপায় নেই। আমি সব সময়ই সুযোগ তৈরির কথা বলি। আজ আমরা কম সুযোগ পাইনি। গায়েগো, ব্রেন্ডানরা যে সুযোগ হাতছাড়া করেছে, কিছু বলার নেই।”

ম‍্যাচে তিন পয়েন্ট না এলেও, ছেলেদের প্রশংসা শোনা গেল জুয়ানের গলায়। বাগান ফুটবলারদের প্রশংসা করে বাগান কোচ বলেন,” আমাদের দলের ছেলেরা যথেষ্ট ভাল। এরকম কঠিন সময়ে ওরা আগেও ঘুরে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়া সহজ হবে না। এটা ফুটবলেরই অঙ্গ। সবাই দলের পাশে দাঁড়ালে নিজেদের ভুল শুধরে পরের ম্যাচে নামতে পারবে আমাদের ফুটবলাররা।”

আরও পড়ুন:সৌদিতে রোনাল্ডো ঝড়, ৫০০ গোলের মাইলফলক স্পর্শ সিআরসেভেনের

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version