Saturday, May 3, 2025

ডিভিশন বেঞ্চের (Division Bench) পর এবার সিঙ্গল বেঞ্চেও (Single Bench) বহাল থাকল একই রায়। আগামী ৩০ জুন পর্যন্ত ঝালদা পুরসভার চেয়ারম্যান পদে থাকবেন শীলা চট্টোপাধ্যায়ই (Shila Chatterjee)। শুক্রবার সিঙ্গল বেঞ্চের তরফে এমনই নির্দেশ জানিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা (Amrita Sinha)। পাশাপাশি অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান সুদীপ কর্মকারকে (Sudip Karmakar) বহাল করার যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তের উপরেও ৩০ জুন পর্যন্ত স্থগিতাদেশের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে শীলা চট্টোপাধ্যায়কে চেয়ারম্যান পদে বহাল রাখার নির্দেশ বৃহস্পতিবারই দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ (Divison Bench)। মূল মামলা সিঙ্গল বেঞ্চে পাঠিয়ে দেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়। আর শুক্রবার সেই অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ বাড়ানোর ঘোষণা করলেন বিচারপতি অমৃতা সিনহা। পাশাপাশি ঝালদার মহকুমা শাসক শীলা চট্টোপাধ্যায়ের প্রার্থী পদ খারিজ করার সিদ্ধান্ত জানিয়েছিলেন। সেই সিদ্ধান্তেও এবার স্থগিতাদেশ জারি থাকবে বলে এদিন সাফ জানিয়েছে হাইকোর্ট।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি শীলা চট্টোপাধ্যায়ের প্রার্থীপদ খারিজের সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। একইসঙ্গে সুদীপ কর্মকারকে নতুন চেয়ারম্যান করার সিদ্ধান্তের উপরও স্থগিতাদেশ দেওয়া হয়। সাফ জানিয়ে দেওয়া হয় আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্ণিমা কান্দুকেই পুরসভা চালাতে হবে। এরপর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। সেই মামলাই বৃহস্পতিবারই সিঙ্গল বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়।

 

 

Related articles

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...
Exit mobile version