Sunday, August 24, 2025

মহানগরীর বুকে ফের টাকার পাহাড় উদ্ধার। এই নিয়ে পরপর তিনদিন, আগে ছিল বালিগঞ্জ (Ballygung) তারপর গড়িয়াহাট (Gariahat) , আর এবার বড়বাজার (Barabazar)। কলকাতা পুলিশের (Kolkata Police) অভিযানেই এদিন বড়বাজার থেকে ৩৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। হাওয়ালা চক্রের মাধ্যমেই এই টাকা কলকাতায় এসেছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেই প্রাথমিক ভাবে পুলিশ সূত্রে খবর।

প্রসঙ্গত বুধবার বিকালে বালিগঞ্জ থেকে প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করা হয় । কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)এই টাকা উদ্ধার করে। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র গড়িয়াহাট থেকে উদ্ধার হয় প্রায় ১ কোটি টাকা। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ (STF)। এরপর আজ শুক্রবার বড়বাজার থেকে লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এদিন বড়বাজারের এক টেক্টটাইল কোম্পানির অফিসে হানা দেয় কলকাতা পুলিশ। সেখান থেকেই ২০০০, ৫০০, ২০০, ১০০ এবং ৫০ টাকার বান্ডিলে প্রায় ৩৫ লক্ষ টাকা নগদ পাওয়া যায়। এরপর এই টাকার উৎস নিয়ে ঐ কোম্পানির কর্তারা কোনও সদুত্তর দিতে পারেন নি বলেই পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version