কলেজিয়ামের সুপারিশেই মান্যতা! দীর্ঘ টালবাহানার পর দুই বিচারপতির নাম চূড়ান্ত করল কেন্দ্র

কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু টুইট করে সু্প্রিম কোর্টের বিচারপতি নিয়োগের বিষয়টি জানিয়েছেন। টুইটে রিজিজু লেখেন, ভারতীয় অনুসারে ভারতের রাষ্ট্রপতি নীচের হাইকোর্টের বিচারকদের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ করেছে। আমি তাঁদের শুভেচ্ছা জানাই।

0
3

কলেজিয়ামের (Collegium) সুপারিশেই সিলমোহর। দুই হাইকোর্টের (High Court) প্রধান বিচারপতিকেই সুপ্রিম কোর্টের (Supreme Court of India) বিচারপতি হিসাবে নিয়োগ করা হচ্ছে। কলেজিয়ামের অনুমোদন অনুযায়ী গত সপ্তাহে পাঁচ বিচারপতি নিয়োগের ছাড়পত্র দিয়েছিল কেন্দ্র। আর শুক্রবার ফের হাইকোর্টের দুই বিচারপতিকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের কথা জানানো হল। এর জেরে সুপ্রিম কোর্টে বিচারপতি পদ আর শূন্য রইল না। জানা গিয়েছে, আগামী কিছুদিনের মধ্যেই শপথ নেবেন দুই বিচারপতি।

শুক্রবার এলাহাবাদ হাইকোর্টের (Allahabad High Court) প্রধান বিচারপতি রাজেশ বিন্দল (Rajesh Bindal) এবং গুজরাট হাইকোর্টের (Gujrat High Court) প্রধান বিচারপতি অরবিন্দ কুমারকে (Aravind Kumar) সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ করা হল। এদিন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju) টুইট করে সু্প্রিম কোর্টের বিচারপতি নিয়োগের বিষয়টি জানিয়েছেন। টুইটে রিজিজু লেখেন, ভারতীয় অনুসারে ভারতের রাষ্ট্রপতি নীচের হাইকোর্টের বিচারকদের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ করেছে। আমি তাঁদের শুভেচ্ছা জানাই। রাজেশ বিন্দল, প্রধান বিচারপতি, এলাহাবাদ হাইকোর্ট অরবিন্দ কুমার, প্রধান বিচারপতি, গুজরাট হাইকোর্ট। গত ৩১ জানুয়ারি সু্প্রিম কোর্টের কলেজিয়াম এই দুই বিচারপতিকে নিয়োগের জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছিল।

উল্লেখ্য, সম্প্রতি বিচারপতি নিয়োগকে কেন্দ্র করে কেন্দ্র ও সুপ্রিম কোর্টের দ্বন্দ্ব চরমে পৌঁছয়। গত ডিসেম্বর মাসেই পাঁচ বিচারপতিকে নিয়োগ করতে চেয়ে কেন্দ্রের কাছে নাম সুপারিশ করেছিল কলেজিয়াম। কিন্তু এরপরই বিরোধিতা করতে শুরু করে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু দাবি করেন বিচারপতি নিয়োগের প্রক্রিয়ায় এবার পরিবর্তন আনা হোক। কিন্তু কলেজিয়াম কেন্দ্রীয় আইনমন্ত্রীর সিদ্ধান্তের বিরোধিতা করেন। তবে দীর্ঘ টালবাহানার পর অবশেষে পাঁচ বিচারপতির নাম চূড়ান্ত করে কেন্দ্র। সম্প্রতি নিয়োগ হওয়া সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতি হলেন বিচারপতি পঙ্কজ মিত্তল (রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি), বিচারপতি সঞ্জয় কারোল (পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি), বিচারপতি পিভি সঞ্জয় কুমার (মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি), আহসানুদ্দিন আমানুল্লা (পাটনা হাইকোর্টের বিচারপতি) এবং এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি মনোজ মিশ্র। গত সপ্তাহেই দেশের শীর্ষ আদালতের বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন তাঁরা।