কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি কে?

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে টিএস শিবাগ্ননমের নাম কেন্দ্রের কাছে সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। বর্তমান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব আগামী ৩০ মার্চ অবসর নেবেন। ঠিক তারপরই অর্থ্যাৎ আগামী ৩১ মার্চ থেকে দেশের শীর্ষ আদালত বর্তমানে কলকাতা হাইকোর্টের দ্বিতীয় সিনিয়র বিচারপতি শিবাগ্ননমকে থেকে কলকাতা হাইকোর্টে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব দিতে চায়। বর্তমান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব গত ২০২১-এর ১১ অক্টোবর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছিলেন।

আরও পড়ুন:হাইকোর্টে হস্তক্ষেপ পদ্ম শিবিরের, দলীয় নেত্রীকে বিচারপতি করতে গিয়ে বিপাকে বিজেপি

গত ২০২১-এর অক্টোবরেই মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি টিএস শিবাগ্ননম বদলি হয়ে কলকাতায় এসেছিলেন। বিচারপতি শিবাগ্ননম এর পর সুপ্রিম কোর্টে না গেলে ২০২৫-এর ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কর্মরত থাকবেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এসকে কল ও বিচারপতি কেএম জোসেফের কলেজিয়াম বৃহস্পতিবার বিচারপতি টিএস শিবাগ্ননমের নাম কলকাতার প্রধান বিচারপতি হিসেবে সুপারিশ করেছে।