রাজনৈতিক মদতে হেনস্থা, এবার বিশ্বভারতীকে কড়া চিঠি অমর্ত্যর আইনজীবীর

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে অমর্ত্য সেনকে হেনস্তা করা হচ্ছে, ক্ষমা চাইতে হবে, এই মর্মে তাঁর আইনজীবী চিঠি দিয়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষকে

0
1

জমি জটিলতা নিয়ে বিবাদ-বিতর্ক অব্যাহত। আর সেই
বিতর্কের মাঝেই এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কড়া চিঠি দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

তাঁর নোবেল জয়ের সত্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে হেনস্তা করা হচ্ছে, ক্ষমা চাইতে হবে, এই মর্মে অমর্ত্য সেনের আইনজীবী চিঠি দিয়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষকে।

রবীন্দ্রনাথের সময়েই শান্তিনিকেতনে ১৩৮ ডেসিমেল জমির উপর “প্রতীচী” নামের বাসভবনটি তৈরি করেছিলেন অমর্ত্য সেনের দাদু বিখ্যাত শিক্ষাবিদ ক্ষিতিমোহন সেন। আচমকা এই বাড়ির জমি নিয়ে অতিসক্রিয় হয়ে উঠেছেন বিশ্বভারতীর
উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। নিয়মানুযায়ী ১২৫ ডেসিমেল জমি লিজ দিয়ে সেসময় বিশ্বভারতীর কর্মী, আধিকারিকদের থাকার অনুমতি দেওয়া হয়েছে। খুব কম সময়ের জন্য হলেও ক্ষিতিমোহন সেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। সেই হিসেবে তিনিও ওই জমির অধিকারী। এখন বিশ্বভারতীর দাবি, ১২৫ ডেসিমেলের জায়গায় যে ১৩৮ ডেসিমেল জমির উপর দাঁড়িয়ে “প্রতীচী”, অতিরিক্ত সেই ১৩ ডেসিমেল জমিটি বেআইনিভাবে অধিকৃত।

অমর্ত্য সেনের দাবি, বিশ্বভারতীর তৈরি করা জমি জটের নেপথ্যে রাজনৈতিক মদত রয়েছে। কেন্দ্রের বিরোধিতা করেন বলেই তাঁর বাড়ি কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন- কাউন্সিলর হলেও ভোলেননি ‘পূর্বাশ্রম’! তৃণমূল কাউন্সিলরের জীবনযাত্রা দেখে মুগ্ধ সকলেই