Monday, August 25, 2025

রাজ্য নেতৃত্বের উপর ক্ষোভ, বীরভূমে শুভেন্দুর সভায় নেই দুধকুমার

Date:

বাংলার বুকে বিজেপি যদি সামান্যতম ছাপ ফেলতে পারে, তার অনেকটাই কৃতিত্ব বীরভূমের দুধকুমার মণ্ডলের। বীরভূম বিজেপির অন্যতম মুখ দুধকুমার। একটি সময় নিয়মিত খবরের শিরোনামে থাকতেন দুধকুমার। তৃণমূলের তৎকালীন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল আর বিজেপির দুধকুমার মণ্ডলের রাজনৈতিক তরজা ও বাক্যবাণ খুব উপভোগ্য ছিল। বিধানসভার পাশাপাশি লোকসভা ভোটেও গেরুয়া শিবিরের প্রার্থীও হয়েছিলেন দুধকুমার।

বীরভূমে বিজেপির সংগঠন গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দুধকুমারের। তবে বর্তমানে দলের সঙ্গে দূরত্ব অনেকটাই বেড়েছে দোর্দণ্ডপ্রতাপ এই নেতার। রাজ্যের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে কোপে পড়েছেন তিনি। আজ, শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভাতেও থাকছেন না দুধকুমার মণ্ডল।

এদিন ময়ূরেশ্বরে সভা রয়েছে বিজেপির। যেখানে প্রধান বক্তা শুভেন্দু অধিকারী। কিন্তু সেই সভায় গেলেন না বীরভূম বিজেপির অন্যতম পরিচিতি ও জনপ্রিয় মুখ দুধকুমার। যাননি তাঁর অনুগামীরাও। যা ঘিরে গেরুয়া শিবিরের অন্দরে ও জেলা রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।

বীরভূম বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তথা আদি বিজেপি নেতা দুধকুমার মণ্ডল শুভেন্দুর সভায় না যাওয়ার কারণ হিসেবে জানিয়েছেন, “দলের শৃঙ্খলারক্ষা কমিটির তরফে আমাকে কোনও সভা-সমিতিতে যেতে নিষেধ করা হয়েছে। পাল্টা আমিও চিঠিও দিয়েছিলাম। কিন্তু তার কোনও উত্তর মেলেনি। তাই আমি সভায় যাব না।”

Related articles

মহারাষ্ট্র পুলিশের বেপরোয়া অত্যাচার! প্রাণ গেল আরও এক বাংলার শ্রমিকের

মাত্র চার দিনে মহারাষ্ট্র পুলিশের এত অত্যাচার যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বাংলার পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডলকে। কিছুটা...

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...
Exit mobile version